ট্রফি জয় করতে এবার KKR'এর সাহায্য নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, এই পথে হেঁটেই হবে বাজিমাত !! 1

বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে প্রতি বছর আইপিএলের (IPL 2025) জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই টুর্নামেন্টে বিশ্বের প্রতিটি তারকা ক্রিকেটার‌ অংশগ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন। এছাড়াও তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশের মঞ্চ হিসাবে আইপিএল হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এই টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians) সবচেয়ে বেশি ট্রফি জয় করে সফলতা অর্জন করেছে। তবে গত কয়েক মরসুমে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) দলের পারফর্মেন্স সমালোচনার মুখে পড়েছে। এবার সফলতা পাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দেখান‌ও পথে হাঁটতে চলছে তারা।

Read More: রিচা ঘোষ চ্যাম্পিয়ন হতেই WPL’এ নতুন দল, KKR মালিকের কাছে বিশেষ আর্জি সৌরভ গাঙ্গুলীর !!

হতাশ করেছে মুম্বাই-

mi-lost-3-stars-before-ipl-play-offs
Mumbai Indians | Image: Getty Images

গত বছর গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে আবারও হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরিয়ে আনা হয়। রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল অধিনায়কের দায়িত্ব। তবে তিনি দলকে সফলতা এনে দিতে সম্পূর্ণ ব্যর্থ হন। টুর্নামেন্টে লিগ পর্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচেই হারের সম্মুখীন হয় তারা।

হার্দিক ১৪ ম্যাচে ২১৬ রান সংগ্রহ করে মাত্র ১১ টি উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স দুরন্ত ফর্মে না থাকলেও শেষ চারে পৌঁছে গিয়েছিল নিতা আম্বানির দল। কিন্তু ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় তারা।‌ কোয়ালিফায়ার ২’তে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় রোহিত শর্মারা (Rohit Sharma)। এই মরসুমে হার্দিক ১৫ ম্যাচে ২২৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে দখলে করেন মাত্র ১৪ টি উইকেট।

KKR’এর প্রাক্তন কোচ আসছেন দায়িত্বে-

ipl-abhishek-nayar-to-take-up-new-role
Abhishek Nayar and Chandrakant Pandit | Image: Getty Images

চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) ঘরোয়া ক্রিকেটে কোচ হিসাবে একের পর এক সফলতা পাওয়ার পর কলকাতার নাইট রাইডার্সের (KKR) কর্মকর্তাদের নজরে আসেন। তাকে কেকেআরের দায়িত্ব দেওয়া হয়। প্রধান কোচ হিসেবে এই দলের সঙ্গে ২০২৪ আইপিএলে ট্রফি জয় করে নজির সৃষ্টি করেছেন তিনি। ফলে চন্দ্রকান্ত পন্ডিতের দক্ষতা রীতিমতো প্রশংসিত হয়। অন্যদিকে ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে নাইট রাইডার্সের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

ফলে এবার এই জনপ্রিয় ব্যক্তিত্বকে প্রধান কোচ হিসেবে মুম্বাইয়ে এনে চমক দিতে পারেন নিতা আম্বানি (Nita Ambani)। উল্লেখ্য ২০২০ সালে শেষবার রোহিত শর্মার নেতৃত্বে এই দলটি ট্রফি জয় করেছিল। কলকাতা নাইট রাইডার্সের দেখান পথে হেঁটে আবারও ট্রফির দেখা পেতে পারে হার্দিক পান্ডিয়ারা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রসঙ্গত ১৫ নভেম্বর গত বছর আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের মিনি নিলাম।

Read Also: বাদ ঋষভ পান্থ এন্ট্রি নিচ্ছেন ধ্রুব জুরেল, SA বিপক্ষে টেস্ট সিরিজের আগেই এল গুরুত্বপূর্ণ তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *