“এখন চোট বলে কিছু নেই…” WPL ফাইনাল দেখতে মাঠে হাজির বুমরাহ, কটাক্ষ হানলেন নেটিজেনরা !! 1

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গতকাল ছিলো উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ফাইনাল ম্যাচ। মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। জমজমাট এক ম্যাচ উপহার দিলো দুই দলই। ফয়সালা হলো একদম শেষ ওভারে। টসে জিতে  প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন দিল্লী অধিনায়ক মেগ ল্যানিং। ২০ ওভারে ১৩১ রানের বেশী করতে পারে নি তাঁর দল। রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ন্যাটালি সিভার-ব্রান্ট (Natalie Sciver-Brunt) এবং হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ব্যাটে ভর করে জয় তুলে নেয় মুম্বই। ৭ উইকেটে ম্যাচ জিতে উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম বিজেতা হিসেবে ইতিহাসের পাতায় নাম তুললো তারা।

উইমেন্স প্রিমিয়ার লীগের যবনিকা পতনের কিছুদিনের মধ্যেই চালু হবে পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল। দেশ বিদেশের তারকারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন অনুশীলন শিবিরে। মুম্বইয়ের মেয়েদের ঊৎসাহ দিতে মাঠে হাজির হয়েছিলেন পুরুষ দলের বেশ কয়েকজন সদস্য। ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষণ (Ishan Kishan), ছিলেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই গ্লানিকে পিছনে ফেলে ডব্লুপিএল ফাইনালে বেশ ফুরফুরে দেখিয়েছে তাঁকে। দীর্ঘক্ষণ গলাও ফাটালেন হরমনপ্রীত (Harmanpreet Kaur), এমিলিয়া কেরদের (Amelia Kerr) জন্য।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

ম্যাচ দেখতে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। পিঠের চোটের কারণে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। বিশ্রাম নেওয়ার বদলে ফ্র্যাঞ্চাইজির অনুরোধে মাঠে আসায় বুমরাহের ওপর বিরক্ত হয়েছেন নেটিজেনদের একাংশ। ভারতীয় পেসারের বিরুদ্ধে সমাজমাধ্যমের দেওয়াল ভরিয়েছেন তাঁর।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

WPL ফাইনালে কেনো বুমরাহ? প্রশ্ন নেটজনতার-

Jasprit Bumrah | WPL 2023 | image: twitter
Jasprit Bumrah was present at the Brabourne Stadium during WPL final between DCW and MIW

পিঠের চোটে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। চিকিৎসকেরা বলছেন স্ট্রেস ফ্র্যাকচারের জন্যই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। টি-২০ বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যায় নি তাঁকে। অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেটে বুমরাহের অভিজ্ঞতার অভাব অবশ্যই অনুভব করতে হয়েছে ভারতীয় দলকে। এরপর নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজেও দেখা যায় নি তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে তাঁকে সামিল করা হলেও চোট না সারায় শেষ মুহূর্তে সরে যেতে হয় বুমরাহকে (Jasprit Bumrah)।

কবে ক্রিকেট মাঠে ফিরতে পারবেন তিনি? এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কিন্তু কোনো উত্তর পাওয়া যায় নি। বারবার প্রত্যাবর্তনের আশা জেগেছে এবং শেষমেশ তা পর্যবসিত হয়েছে হতাশাতেই। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলতে পারেন নি বুমরাহ (Jasprit Bumrah)। মনে করা হচ্ছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ফিরবেন তিনি। কিন্তু পূর্ণ হয় নি সেই আশাও। আইপিএলে খেলাও এখন বিশ বাঁও জলে। সম্প্রতি বাধ্য হয়েই অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

অস্ত্রোপচারের পর বিশ্রামে থাকার কথা বুমরাহ’র (Jasprit Bumrah)। সেই তিনি কিনা ফ্র্যাঞ্চাইজির ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন স্টেডিয়ামে? খেলা দেখছেন, উদযাপনে মাতছেন। টেলিভিশনের ক্যামেরা ভিআইপি বক্সে বুমরাহকে ফ্রেমবন্দী করতেই ক্ষোভের আগুন দেখা গিয়েছে ‘টিম ইন্ডিয়া’ ভক্তদের মধ্যে। সেরে ওঠার দিকে মন দেওয়া উচিৎ বুমরাহ’র (Jasprit Bumrah)। আগে দেশ, পরে ফ্র্যাঞ্চাইজি-এই সত্যিটাও তাঁকে মনে করিয়ে দিয়েছেন অনেকে। বিশ্বকাপের কথা ভেবে আরও সাবধানী হওয়া উচিৎ পেস তারকার। এমনটাই বলছে সমাজমাধ্যম।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখুন ট্যুইটার চিত্র-

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *