BPL 2023: আরও একবার খবরের শিরোনামে হ্যারিস রউফ ! লাইভ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে বিতর্কে পাকিস্তান পেসার !! 1

BPL 2023: পাকিস্তান ক্রিকেটে বিতর্কের রেশ কমার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মাঠের পারফর্ম্যান্স নিয়ে দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছে পাক দল। এর আগে রামিজ রাজা’র ভারতবিরোধী মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়েছিলো পাকিস্তান বোর্ড। তাঁকে সরিয়ে দিয়ে সেইযাত্রায় পিঠ বাঁচানোর পথে হাঁটতে হয়েছিলো PCB-কে। এর পরেই লিক হয়ে যায় অধিনায়ক বাবর আজমের (Babar Azam) এম এম এস। আরও একপ্রস্থ বিতর্কের মেঘ দানা বাঁধে পাক ক্রিকেটের অন্দরমহল। এবার বিতর্কে জড়ালেন পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ বিপিএল-এর ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। সেখানেই আম্পায়ারের সঙ্গে নো-বল নিয়ে বচসায় জড়ান হ্যারিস। পাক পেসারের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ চলে আম্পায়ারের। মাঠে হ্যারিসের মেজাজ হারানোর ভিডিও সামনে আসতেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সিলেট’কে হারিয়ে শেষ হাসি রংপুর রাইডার্সের-

BPL 2023 | image: twitter
Rangpur Riders defeated Sylhet Strikers easily in BPL 2023

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত ২৭ জানুয়ারী মুখোমুখি হয়েছিলো সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। ম্যাচে রংপুর টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ঘরের মাঠে বিশেষ সুবিধা করতে পারেন নি সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা। মাত্র ১৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে সিলেট দল। রংপুর রাইডার্স’কে সাফল্য এনে দিলেন আফিগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) এবং বাংলাদেশের মেহদী হাসান । ম্যাচে আজমাতুল্লাহ ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। আর মেহদী ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১২ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। পিছিয়ে ছিলেন না পাকিস্তানী তারকা হ্যারিস রউফ’ও (Haris Rauf)। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১ উইকেট নেন তিনি। ধুঁকতে থাকা সিলেট ইনিংস’কে লজ্জার হাত থেকে বাঁচান তানজিম হাসান শাকিব এবং অধিনায়ক মাশরাফি মোর্তাজা (Mashrafe Mortaza)। তানজিম ৪১ এবং মাশরাফি ২১ রান করায় শেষ অব্দি ৯২ রানে পৌঁছায় সিলেট দল। জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে বিশেষ ঘাম জড়াতে হয় নি রংপুর রাইডার্সকে। ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। রনি তালুকদার ৩৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারালেন হ্যারিস রউফ-

Haris Rauf | image: twitter
Haris Rauf had a heated argument with the umpire in a match against Sylhet Strikers in BPL 2023

ম্যাচের প্রথম ইনিংসে মেজাজ হারাতে দেখা যায় পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে (Haris Rauf)। সিলেট ইনিংসের ২০তম ওভার চলছে তখন। নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়া সিলেটের স্কোরবোর্ড দেখাচ্ছে ৮৯ রানের বিনিময়ে ৯ উইকেট। বল করছিলেন বাংলাদেশের রবিউল ইসলাম। প্রথম বলে কোনো রান হয় নি। রবিউলের ওভারের দ্বিতীয় বলটিকে নো বলে ঘোষণা করেন আম্পায়ার। আর তাতেই মেজাজ হারাতে দেখা গেলো হ্যারিস’কে। ফিল্ডিং পজিশন থেকে ছুটে এসে আম্পায়ারকে উত্তেজিত স্বরে কিছু বলেন হ্যারিস। উইকেটরক্ষক এবং রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহানকেও (Nurul Hasan Sohan) দেখা যায় আম্পায়ারের কাছে এসে কিছু বলতে। হ্যারিস এবং নুরুল’কে পাল্টা জবাব দেন আম্পায়ার’ও। তবে আম্পায়ারের জবাবে যে তাঁরা খুশি নিন তা স্পষ্ট বোঝা গিয়েছে তাঁদের হাভভাবে। এরপরও বেশ কিছু মুহূর্তে আম্পায়ারের নো বল সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে দেখা যায় হ্যারিসকে। উত্তেজিত আম্পায়ারও হাত নেড়ে কিছু বলেন পাকিস্তানী বোলার’কে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ঘটনার ভিডিও-

পাকিস্তানের জার্সিতে সফল হ্যারিস-

Haris Rauf | image: twitter
Pakistan pacer Haris Rauf has made a name for himself in international cricket

অস্ট্রেলিয়ায় এক দোকানে কাজ করতেন হ্যারিস। পাশাপাশি চালিয়ে যেতেন ক্রিকেট। ভারত অস্ট্রেলিয়া সফরে গেলে সেখানে ‘টিম ইন্ডিয়া’র নেট বোলার হিসেবেও এসেছিলেন তিনি। তাঁর বোলিং-এর প্রশংসা করেন বিরাট কোহলি স্বয়ং। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা বিগব্যাশে মেলবোর্ন স্টার দলের হয়ে খেলার সুযোগ পান তিনি। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশী গতিতেও বোলিং করতে পারেন তিনি। তার সাথেই রয়েছে ঘাতক ইয়র্কার দেওয়ার ক্ষমতা। আর দেরী করে নি পাকিস্তান। জাতীয় দলে সুযোগ পান হ্যারিস। তারপর থেকে ধীরে ধীরে পাক দলের স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। দেশের জার্সিতে ৫৭ টি-২০ ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১৮ একদিনের ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। সীমিত ওভারে নিজেকে প্রতিষ্ঠিত করার পর টেস্টেও সুযোগ পেয়েছেন তিনি। ২০২২ এর ইংল্যান্ড সিরিজেই জাতীয় দলের জার্সিতে প্রথম লাল বল হাতে তুলে নেন হ্যারিস রউফ। ইংল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন ক্রিকেটের আঙিনায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *