World Cup 2023: ওয়ানডে বিশ্বকাপের জন্য ক্রিকেট মাঠে মহাযুদ্ধের মঞ্চ তৈরি হয়ে গিয়েছে । ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ক্রিকেট বিশ্বের ফ্যানরা যখন এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন ভারতসহ সব ক্রিকেট দলই কাপ জেতার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি এই ম্যাচের জন্য বিনামূল্যে ৪০ হাজার টিকিট দিচ্ছে। ৫ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪০ হাজারেরও বেশি মহিলাকে স্টেডিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিজেপি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
মহিলাদের দেওয়া হচ্ছে ৪০ হাজার ফ্রি পাস
The BJP set to gather more than 40,000 women for the England Vs New Zealand World Cup match at the Narendra Modi Stadium.
They’ll get free tickets and also breakfast. (Dainik Bhaskar). pic.twitter.com/0pc29YXFuh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 3, 2023
প্রতিবেদনে বলা হয়েছে, এর জন্যই বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। তবে বিজেপি কেন এমন প্রস্তাব দিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় যুক্তি দিয়েছেন যে এটি এলাকার লোকসভা নির্বাচনের জন্য একটি কৌশল। অন্যরা যুক্তি দিয়েছেন যে উদ্বোধনী ম্যাচের সময় দর্শকের অভাব কাটিয়ে উঠতে এটি একটি ছক। শোনা গিয়েছে, এই অফারটি আহমেদাবাদ কর্পোরেশনের সমস্ত ৪৮টি ওয়ার্ডের মহিলাদের দেওয়া হয়েছে এবং প্রতিটি ওয়ার্ড থেকে ৮০০ জন মহিলাকে এই ৪০ হাজার টিকিট দেওয়া হচ্ছে। দলের আধিকারিকরা আহমেদাবাদ শহরের প্রতিটি ওয়ার্ডে হোয়াটসঅ্যাপ মারফত এর আমন্ত্রণ পাঠিয়েছেন।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
১৪ অক্টোবরে এই মাঠেই ভারত-পাকিস্তানের লড়াই
এ ছাড়াও দৈনিক ভাস্কর প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচ দেখতে আসা মহিলাদের জন্য ম্যাচ পাস ছাড়াও বিনামূল্যে চা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, অক্টোবরের ৫ থেকে ১৯ নভেম্বর ভারতের ১০টি শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচ দেখার টিকিট বিক্রিও শুরু হয়েছে অনলাইনে এবং তার চাহিদাও আকাশছোঁয়া। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত হাইভোল্টেজ হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur