CT 2025: "ফাইনালে ভারতকে হারাবো..", আফগানিস্তানের কাছে হেরে ট্রোলিংয়ের মুখে ইংলিশ তারকা বেন ডাকেট 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্ৰুপ-‘এ’ থেকে ইতিমধ্যেই ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে প্রবেশ করেছে। কিন্তু গ্ৰুপ-‘বি’ থেকে কোন দুই দল শেষ চারে পৌঁছাবে তা এখনও পরিষ্কার হয়নি। তবে এই গ্ৰুপ থেকে গতকাল আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হারের সম্মুখীন হয়ে ইংল্যান্ড (ENG vs AFG) টুর্নামেন্টের বাইরে চলে গেছে। আত্মবিশ্বাসী জশ বাটলারের (Jos Buttler) স্বপ্ন অফগানরা মূহুর্তেই ভেঙে চুরমার করে দিয়েছে। টুর্নামেন্টের আগে ইংলিশ তারকা বেন ডাকেট (Ben Dackett) চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে ভারতকে হারাবেন বলে ঘোষণা করেছিলেন। ফলে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়ে এবার তিনি ট্রোলিংয়ের মুখে পড়লেন।

ENG vs AFG: আত্মবিশ্বাসী ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ !!

CT 2025: "ফাইনালে ভারতকে হারাবো..", আফগানিস্তানের কাছে হেরে ট্রোলিংয়ের মুখে ইংলিশ তারকা বেন ডাকেট 2
ENG vs AFG | Image: Getty images

ইংল্যান্ড শেষ ওডিআই দ্বিপাক্ষিক সিরিজে ভারতের (IND vs ENG) বিপক্ষে মাঠে নামে। এই সিরিজে তারা ৩-০ ব্যবধানে হারের সম্মুখীন হয়। কিন্তু সিরিজ চলাকালীন ইংলিশ তারকা ওপেনার বেন ডাকেট (Ben Dackett) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর স্বপ্ন দেখেছিলেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, “যদি ভারতের কাছে সিরিজে ৩-০ ব্যবধানেও হেরে যাই তাতে আমাদের কিছুই যাবে না আসবে না। কারণ আমার ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অবশ্যই হারাবো।” এই রকম শক্তিশালী মনোভাব নিয়ে জশ বাটলারের (Jos Buttler) দল টুর্নামেন্ট শুরু করলেও গতকাল আফগানের দাপটের সামনে মাথা নত করতে বাধ্য হয়। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হাশমাতুল্লাহ শহিদি (Hashmatullah Shahidi) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আফগানিস্তানের হয়ে ওপেনিং করতে নেমে ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ব্যাটিং তান্ডব শুরু করেন। তিনি একাই ১৪৬ বলে অবিশ্বাস্য ১৭৭ রানের ইনিংস খেলেন। জাদরানের ব্যাট থেকে আসে ১২ টি চার ও ৬ টি ছয়।

Read More: CT 2025: নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক বদল ভারতের, রোহিতকে ছাড়াই চলছে মাঠে নামার প্রস্তুতি !!

অন্যদিকে এই রানে ওপর ভর করে আফগান বাহিনী ৩২৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। ইংল্যান্ড এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। আত্মবিশ্বাসী বেন ডাকেট (Ben Dackett) করেন মাত্র ৩৮ রান। তবে ৪ নম্বরে ব্যাট করতে নেমে তারকা ইংলিশ ব্যাটসম্যান জো রুট (Joe Root) ১২০ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেন। কিন্তু আজমাতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) আগুন বোলিংয়ে প্রতিপক্ষ পরাজয়ের দিকে এগিয়ে যায়। ফলে ইংল্যান্ডের ইনিংসে ৩১৭ রানে শেষ হয়ে যায়। এর সঙ্গেই তারা ম্যাচে ৮ রানে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ করে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের যাত্রাপথ-

CT 2025: "ফাইনালে ভারতকে হারাবো..", আফগানিস্তানের কাছে হেরে ট্রোলিংয়ের মুখে ইংলিশ তারকা বেন ডাকেট 3
ENG vs AUs | Image: Getty images

চলমান গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ড গ্রুপ-‘বি’ তে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সঙ্গে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচে জশ বাটলারের দল অজিদের (ENG vs AUS) বিপক্ষে মাঠে নেমে দুরন্ত লড়াই চালায়। বেন ডাকেটের (Ben Dackett) ১৬৫ রানে ভর করে তারা প্রথম ইনিংসে ৩৫১ রান সংগ্রহ করেছিল। কিন্তু অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত মরিয়া লড়াই চালিয়ে জশ ইঙ্গলিসের ১২০ রানের সাহায্যে ৫ উইকেটে জয় তুলে নেয়। ফলে গতকাল দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের কাছে হারার পর টুর্নামেন্টের বাইরে চলে গেছে ইংল্যান্ড। গ্ৰুপ পর্বের নিয়মরক্ষার শেষ ম্যাচে তারা ১ মার্চ দক্ষিণ আফ্রিকার (ENG vs RSA) বিপক্ষে মাঠে নামাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *