IPL নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো BCCI, বাদ পড়লেন একাধিক বড় নাম !! 1

আগামী মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে এখনই। বাইশ গজে বল পড়তে বাকি আছে বেশ কিছু মাস। তবে ক্রিকেট অনুরাগীরা আসন্ন ‘মিনি’ অকশন নিয়ে ফুটছেন উত্তেজনায়। নতুন মরসুমের আগে দল সাজিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে দশ ফ্র্যাঞ্চাইজির কাছে। আগামী ২৩ ডিসেম্বর কেরালার কোচিতে বসতে চলেছে এই আসর। ইতিমধ্যেই ১৫ নভেম্বর বিসিসিআই’কে চিঠি দিয়ে তারা জানিয়ে দিয়েছে গত মরসুমের কোন ক্রিকেটারদের দলে ধরে রাখতে চাইছে তারা, আর বাতিলের খাতায় রেখেছেন কোন ক্রিকেটারদের। রিলিজ-রিটেনশন লিস্ট প্রকাশের পর যে অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে থাকবে তার সাথে আরও অতিরিক্ত পাঁচ কোটি টাকা দলগুলিকে খরচের অনুমতি দিয়েছে ভারতীয় বোর্ড। ক্রিকেটদুনিয়ার বড় নামদের পেতে ঝাঁপাতে চলেছে দশ দলই। প্রাথমিকভাবে জানা গিয়েছিলো সারা বিশ্বের ৯৯১ জন ক্রিকেটার আইপিএলে দলের খোঁজে নিলামে নাম লিখিয়েছিলেন। তবে সেই তালিকা পর্যালোচনা করে নতুন একটি তালিকা বের করেছে ভারতীয় বোর্ড। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ক্রিকেট দুনিয়ায় পরিচিত বেশ কিছু নাম।

বাদ কেদার যাদব, IPL-এর টিকিট পাচ্ছেন না গাপ্টিল’ও-

Kedar Jadhav | image: twitter
Franchises show no interest in Kedar Jadhav. Ex CSK and SRH allrounder will miss his 2nd IPL in a row.

৯৯১ জন ক্রিকেটারের তালিকা থেকে ঝাড়াই বাছয়াইয়ের পর ৪০৫ জনের একটি তালিকা বিসিসিআই-এর তরফে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর কেরালার কোচিতে আইপিএলের ‘মিনি’ অকশনে এই ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য জানা যাবে। তবে এই তালিকায় জায়গা হয়নি অনেক বড় নামের। ভারতের ২০১৯ বিশ্বকাপ দলের সদস্য কেদার বাদব (Kedar Jadhav) বাদ পড়েছেন। ২০২২ আইপিএল নিলামেও তিনি অবিক্রিত ছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে সাফল্য পেলেও সানরাইজার্সে এসে একদমই ব্যর্থ হয়েছিলেন কেদার। এবারও ভাগ্য বদলালো না। কিউই কিংবদন্তী মার্টিন গাপ্টিলকেও (Martin Guptill) বাদ পড়তে হয়েছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম (Colin de Grandhomme) থাকছেন বাদের তালিকায়। প্রাক্তন নাইট রাইডার্স তারকা অ্যাঞ্জেলো ম্যাথুজ (Angelo Matthews) বাদ পড়েছেন। সানরাইজার্স, মুম্বই ইন্ডিয়ান্স প্রভৃতি দলের হয়ে একসময়ে দাপিয়ে খেললেও আসন্ন নিলামে বাদের খাতায় অজি তারকা বেন কাটিং(Ben Cutting)। কলিন চাপম্যান এবং অ্যাস্টন টার্নারকে নিয়েও আগ্রহ দেখায় নি ফ্র্যাঞ্চাইজিগুলি।

রয়েছেন দুর্দান্ত ফর্মে, তবুও আইপিএলে নেই মেহদী হাসান মিরাজ-

Mehidy and Mustafizur | image: twitter
DC have retained Fizz but no place for Mehidy in IPL 2023 ‘Mini’ auction.

আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা হলো না মেহদী হাসান মিরাজের (Mehidy Hasan Miraz)। ভারতের বিপক্ষে একদিনের সিরিজে নিঃসন্দেহে সেরা ক্রিকেটার ছিলেন তিনি। প্রথম একদিনের ম্যাচে প্রায় হেরেই গিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে টেল এন্ডার মস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে ৫১ রানের অসামান্য জুটি তৈরি করে টাইগারবাহিনীকে জয় এনে দেন মেহদী। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে অন্ধকার থেকে টেনে বের করে আনেন মেহদী (Mehidy Hasan Miraz)। করেন শতরান। সেই ম্যাচেও জয় পায় বাংলাদেশ। এই চোখ-ধাঁধানো পারফর্ম্যান্সের পর মনে করা হয়েছিলো মেহদীকে পেতে রেষারেষি দেখা যাবে আইপিএল ফ্রায়ঞ্চাইজিগুলির মধ্যে। কিন্তু বাস্তবে তা দেখা গেলো না। মঙ্গলবার ৪০৫ জনের যে চূড়ান্ত তালিকা বিসিসিআই-এর তরফে প্রকাশ করা হয়েছে তাতে নাম নেই মেহদীর। ভারতের টি-২০ লীগে জায়গা না পেলেও উপমহাদেশের আরেক টি-২০ প্রতিযোগিতে পিএসএল, অর্থাৎ পাকিস্তান সুপার লীগে কিন্তু নাম রয়েছে মেহদীর (Mehidy Hasan Miraz)। সেখানে প্লেয়ার ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ভরসাযোগ্য অলরাউন্ডার। গত আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন একমাত্র মুস্তাফিজুর রহমান। তাঁকে ধরে রেখেছে দিল্লী ক্যাপিটালস। পদ্মাপারের দেশ থেকে তাস্কিন আহমেদ (Taskin Ahmed), আফিফ হোসেন (Afif Hossain) এবং লিটন কুমার দাসের (Litton Das) জায়গা হয়েছে আইপিএলের নিলামে। এছাড়াও সানরাইজার্স এবং নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা শাকিব আল হাসানের (Shakib Al Hasan) নামও থাকবে নিলামে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *