টেস্টে জঘন্য অধিনায়কত্বের কারণে সুযোগ হারালেন শুভমান গিল, ওডিআই দলে পাচ্ছেন না দায়িত্ব !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। টিম ইন্ডিয়ার এই তরুণ খেলোয়াড় ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও সিরিজে পিছিয়ে পড়ছে ভারতীয় দল। ভারত আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-২ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। ভারতীয় দলকে ম্যানচেস্টারে হতে চলা সিরিজের চতুর্থ ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। চতুর্থ ম্যাচ জিতলে ২-২ ব্যাবধানে সমতা ফেরাবে ভারত। কার্যত লর্ডস টেস্টে ইন্ডিয়া জেতার মুখ থেকেই হারতে হয়েছে। এই পরাজয়ের পর সিরিজে টিম ইন্ডিয়ার কাছে ঘুরে দাঁড়ানোটা সহজ হবে না।

লর্ডস টেস্ট হারের পর শুভমানের ক্যাপ্টেন্সির উপর উঠেছে প্রশ্ন

Shubman gill
Rishabh Pant and Shubman Gill | Image: Twitter

এজবাস্টনে ভারত যেভাবে প্রত্যাবর্তন করেছিল তাতে ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে আবার একবার শুভমান গিলের ক্যাপ্টেন্সির উপর প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। শুভমানের বোলারদের ব্যাবহার ও ফিল্ডার পরিবর্তন নিয়েও উঠেছিল প্রশ্ন। এজবাস্টনে প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসাবে টেস্ট ম্যাচ জেতেন শুভমান গিল। ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে পরাস্ত করেছিল ভারত। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পিছনে ক্যাপ্টেন শুভমান গিল ওতপ্রোতভাবে জড়িত। এই ম্যাচে, ক্যাপ্টেন শুভমান গিল উভয় ইনিংসেই সেঞ্চুরি জুড়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান বানিয়েছিলেন। শুভমানের দুরন্ত ব্যাটিংয়ের পর বেশ কিছু সূত্রের দাবি ছিল, শুভমান ভারতীয় দলের ওডিআই ক্যাপ্টেন হতে চলেছেন।

Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো BCCI, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন এই তারকা !!

ওডিআই ক্যাপ্টেনসি পাচ্ছেন না গিল

Shubman Gill, ind vs ban
Shubman Gill | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) বিগত ৪ বছর ধরে ভারতীয় দলের দায়িত্ব সামলে আসছেন। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ওডিআই ফরম্যাটে ২০২৩ সালের এশিয়া কাপ, বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছিল। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩’এর এশিয়া কাপ জিতেছিল, এরপর ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারত জয়লাভ করে শুধুমাত্র ২০২৩’এর বিশ্বকাপ ফাইনালে ভারতকে একটি ম্যাচেই পরাজিত হতে হয়েছিল আর সেটি ছিল মেগা ফাইনাল। ভারতীয় দলের হয়ে রোহিতের সাদা বলের ক্যাপ্টেন্সি বেশ প্রশংসনীয়। তবুও, বেশ কিছু সূত্র দাবি জানিয়েছিল রোহিতের থেকে ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হবে এবং শুভমান গিলকে (Shubman Gill) নতুন দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে, শুভমান শেষ ম্যাচে যেভাবে ক্যাপ্টেনসি করেছেন তাতে বিসিসিআই তাদের মতামত পরিবর্তন করেছে। সূত্রের খবর, বিসিসিআই শুভমান গিলকে তাঁর টেস্ট ক্যাপ্টেনসি দেখার পর ওডিআই ফরম্যাটে অধিনায়ক বানাতে চাইছে না।

Read Also: শুভমান গিলকে ছেড়ে নতুন সম্পর্কে জড়ালেন সারা টেন্ডুলকার, নিমেষে ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *