হার্দিক পাণ্ড্যর বাদ পড়ার কারণ জানালো বি সি সি আই, জেনে নিন 1

ভারতীয় ক্রিকেটের উদীয়মান অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, ব্যাট হাতে যেমন সফল ঠিক তেমনি বল হাতেও তার অবদান অনস্বীকার্য। আইপিএল এর মতো ক্রিকেট মঞ্চ থেকে হার্দিক এর উত্থান , প্রথমে সাদা বলের ক্রিকেট দিয়ে ভারতীয় দলে অভিষেক ঘটে হার্দিক এর তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে আস্তে আস্তে লাল বলের ক্রিকেটেও নিজের পরিচিতি তৈরি করে ফেলে এই সফল অলরাউন্ডার। ডানহাতি এই অলরাউন্ডার ভারতীয় দলকে অনেক গুর্রুতপূর্ণ ম্যাচ জিততে সাহায্য করেছে।

হার্দিক পাণ্ড্যর বাদ পড়ার কারণ জানালো বি সি সি আই, জেনে নিন 2

হার্দিক পাণ্ড্য সাদা বলের ক্রিকেটে এখন ভারতীয় দলের নিয়মিত এবং গুর্রুতপূর্ণ সদস্য , কিন্তু ইদানিং তিনি টেস্ট দল থেকে ক্রমাগত বাদ পরে চলেছেন , এর কারণ অবশ্য তার ইনজুরি। হার্দিক তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে ইংল্যান্ড এর বিরুদ্ধে হিজ এরপরেই তার একটি গুর্রুতপূর্ণ ব্যাক সার্জারি হয় যার ফলে তিনি অনেকদিন ক্রিকেট মাঠে নামতে পারেননি।

এরপর তিনি ভারতীয় বোর্ডের সমস্ত রকম ফিটনেস পরিক্ষা পাস করে আবার মাঠে ফিরে আসেন। হার্দিক ভারতীয় দলের সাথে পুনরায় যুক্ত হবার পর থেকে তিনি সাবলীল ভাবে ব্যাট করেছেন কিন্তু তাকে যেকোনো বল হাথে সাবলীল হয়ে উঠতে দেখা যায়নি তা সে ভারতীয় দলের হয়ে হোক অথবা আইপিএল এ তার দল মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে।

 

হার্দিক পাণ্ড্যর বাদ পড়ার কারণ জানালো বি সি সি আই, জেনে নিন 3

এরপর প্রশ্ন উঠতে শুরু হয় তাহলে কি হার্দিক পাণ্ড্য শুধু মাত্র একজন ব্যাটসম্যান হিসাবে ভারতীয় দল এ সুযোগ পাবে , নাকি একজন সফল অলরাউন্ডার হিসাবে নিজের ক্রিকেট জীবন শেষ করে ফেলেছেন। এই প্রশ্নের উত্তর ভারতীয় টীম ম্যানেজমেন্ট হার্দিকের থেকে পাইনি বলেই সূত্রে জানা গেছে। সূত্র অনুযায়ী এও জানা গেছে ভারতীয় টীম ম্যানেজমেন্ট হার্দিক পাণ্ডে কে শুদু মাত্র একজন ব্যাটসম্যান হিসাবে খেলতে নারাজ তার কারণ হিসাবে তারা জানিয়েছে হার্দিক এর থেকে অনেক নির্ভরযোগ্য অলরাউন্ডার যেকোন ভারতীয় দলে মজুদ আছে যারা নিয়মিত ব্যাট এবং বল দুটি ক্ষেত্রেই সফল।

এখন প্রশ্ন উঠছে তাহলে হার্দিক কি আর কোনোদিন ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অংশগ্রহন করবেন না এর উত্তরে ভারতীয় টীম ম্যানেজমেন্ট জানিয়েছেন হার্দিক হয়তো যেকোনো পুরোপুরি চোট সরিয়ে উঠতে পারেনি তাই তার বোলিং এর ক্ষেত্রে কিছু জটিলতা রয়ে গেছে তাই হার্দিক যেদিন আবার পুরোপুরি ফিট হয়ে উঠবেন সেদিন তিনি আবার ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠবেন। ভারতীয় টীম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে এও পরিষ্কার করে জানানো হয়েছে ভারতীয় টেস্ট দলে এই মুহূর্তে এমন অলরাউন্ডার এর দরকার যিনি ব্যাট হাতে মাঝেরদিকে যেমন কিছু গুর্রুতপূর্ণ রান করতে পারবে তেমনি বল হাতে বেশ কিছু স্পেল করার ক্ষমতা রাখবে।

 

হার্দিক পাণ্ড্যর বাদ পড়ার কারণ জানালো বি সি সি আই, জেনে নিন 4

এখন শুধু সময়ের অপেক্ষা এটাই দেখার যে হার্দিক আবার কবে নিজের পুরোনো জায়গাতে ফিরে আসতে পারে এবং ভারতীয় দলের হয়ে আবার কবে টেস্ট দলে নিয়মিত সদস্য হয়ে উঠতে পারে। আমার সবাই জানি হার্দিক একজন খুব গুর্রুতপূর্ণ অলরাউন্ডার এবং সে এর আগেও বারবার নিজের পারফর্মেন্স এর জোরে ভারতীয় দলে ফিরে এসেছে এবং সমস্ত নিন্দুকদের জবাব দিয়ে বারবার সফল হয়েছে। আমরা হার্দিক এর দ্রুত সাফল্য কামনা করি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *