ভারত টি-২০ বিশ্বকাপ হারলে চেতন শর্মা হারাবেন নিজের কুরসী, বড় পদক্ষেপ নিতে চলেছে জয় শাহ !! 1

গত ১৮ই অক্টোবর মুম্বইতে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর সাধারন বার্ষিক সভায় বোর্ডের পদগুলিতে ব্যাপক রদবদল চোখে পড়েছে। পদ হারিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯১তম বার্ষিক সাধারন সভায়,বোর্ডের ৩৬তম প্রেসিডেন্ট হিসেবে চেয়ারে বসেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি। সচিব পদে জয় শাহ বহাল থাকলেও, মহারাজ’কে কেনো সরতে হলো সে নিয়ে হয়ে গিয়েছে একদফা বিতর্ক’ও। সেইসব ঝেড়ে ফেলে সদ্য অভিষিক্ত প্যানেল ভারতীয় দলের সাফল্যের দিকেই ফোকাস রাখতে চাইবেন। দায়িত্ব নেওয়ার পর বিনি ও জয় শাহ’র নেতৃত্বাধীন ভারতীয় বোর্ডের প্রথম কাজগুলির মধ্যে একটি হতে পারে ভারতের সিনিয়র দলের নির্বাচক কমিটিতে বড়সড় বদল আনা। সূত্রের খবর,অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ শেষ হলেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত অনেকটাই ভারতের টি২০ বিশ্বকাপের পারফর্ম্যান্সের ওপর দাঁড়িয়ে। ‘টিম ইন্ডিয়া’ ব্যর্থ হলে, সবার আগে কোপ পড়তে পারে জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা’র ওপর।

নড়বড়ে চেতন শর্মা’র আসন

ভারত টি-২০ বিশ্বকাপ হারলে চেতন শর্মা হারাবেন নিজের কুরসী, বড় পদক্ষেপ নিতে চলেছে জয় শাহ !! 2

সৌরভ গঙ্গোপাধ্যায় সরে যাওয়ার পর চাকরি যেতে পারে সিনিয়র ভারতীয় দলের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা’র। ১৯৮৭ বিশ্বকাপে বল হাতে হ্যাট্রিক করা চেতন শর্মা’কে নির্বাচন কমিটির মাথায় বসানো হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। তার পর থেকে ২০২১ টি-২০ বিশ্বকাপ হোক বা সদ্য শেষ হওয়া এশিয়া কাপ, ভারতীয় দলের পারফর্ম্যান্স কোথাও’ই আহামরি তেমন কিছু নয়। দল নির্বাচন নিয়েও বারবার উঠেছে প্রশ্ন। ঘন ঘন সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া, বারবার অধিনায়ক পরিবর্তন, শর্মা অ্যান্ড কোং-এর নানা সিদ্ধান্ত বারবার এসেছে আতসকাঁচের তলায়। বর্তমানে ২০২২ টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ভারতীয় দল। দলের পারফর্ম্যান্সের গ্রাফ তলানিতে নামলে চেতনের নির্বাচক হিসেবে ইনিংস শেষ হয়ে যাবে বলেই ধারণা ক্রিকেটমহলের। “অনেক কিছু নির্ভর করছে বিশ্বকাপে ভারতের প্রদর্শনের ওপর। চেতন’কে নিয়ে অনেকেই খুশি নন। তবে তিনি বিসিসিআই-এর নতুন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি গঠিত হওয়া অব্দি নিজের পদে বহাল থাকবেন।” খবর বোর্ডের সূত্র মারফৎ।

খুব শিঘ্রই নেওয়া হবে সিদ্ধান্ত 

ভারত টি-২০ বিশ্বকাপ হারলে চেতন শর্মা হারাবেন নিজের কুরসী, বড় পদক্ষেপ নিতে চলেছে জয় শাহ !! 3

তিনি থাকছেন না বিদায় নিচ্ছেন তা জানতে কিছুদিন অপেক্ষা অবশ্য করতে হবে চেতন’কে। তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করার আগে দু’টি বিষয় মাথায় রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। চলতি টি২০ বিশ্বকাপে ভারতের প্রদর্শন যেরকম গুরুত্বপূর্ণ হতে চলেছে তার সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির(CAC) নির্বাচন। “আমরা নতুন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করতে চলেছি।তাঁরাই নতুন নির্বাচক কমিটি তৈরি করবেন।” সাফ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এবার অ্যাডভাইজারি কমিটির সদস্যেরা চেতনের নাম সুপারিশ করেন কিনা তার দিকে নজর থাকবে সকলের। চেতনের সাথে সাথেই সরতে পারেন পূর্বাঞ্চলের নির্বাচক দেবাশিষ মোহান্তি’ও। নির্বাচক হিসাবে তাঁর চার বছরের মেয়াদকাল ফুরোচ্ছে।পরিবর্ত হিসেবে দীপ দাশগুপ্ত, শিবসুন্দর দাস এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরে।

Read More: পাকিস্তানে যাওয়া নিয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন নতুন প্রেসিডেন্ট রজার বিন্নি, বললেন এই কথা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *