Indian team for wtc

এই বছরের জুনে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC ফাইনাল) ফাইনাল খেলতে হবে। ৭ জুন থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, সেখানে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের। ২৮ শে মে আইপিএল ফাইনালের পর, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে ভারতের পুরো মনোযোগ থাকবে। এদিকে, WTC ফাইনালের জন্য প্রকাশিত হলো ভারতীয় টিম স্কোয়াড।

দলে সুযোগ পেয়েছেন রাহানে

Ajinkya Rahane
Ajinkya Rahane

ভারতীয় দলের নাম প্রকাশের আগে গত মাসের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করেছিল। তবে, দুভাগ্য বসত চোট পাওয়ার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছেন বুমরাহ (Jasprit Bumrah), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঋষভ পন্থ (Rishabh Pant) দের মতন ম্যাচ উইনাররা । কিন্তু ভারতীয় দলের জন্য সুখবর যে, দলে ফিরে এসেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় দলের নির্ভরযোগ্য, সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে চমক দেখিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

এই প্লেয়ারদের সামিল করলো BCCI

Wtc final 2023
Indian Test Team

রাহানের পাশাপশি দলে সুযোগ পেয়েছেন শার্দূল ঠাকুর ও। ইংল্যান্ডের কন্ডিশনে শার্দূল ঠাকুরের পারফরমেন্স বেশ লাভ জনক এবং বেশ ভালো প্রদর্শন দেখিয়েছেন লর্ড শার্দূল। যে কারনে দলে রাখা হয়েছে তাকে। পাশাপশি বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তার সূত্রে জানা গিয়েছে যে, মুম্বইয়ের সরফরাজ খান (Sarfaraz Khan), ঝাড়খণ্ডের ইশান কিষাণ (Ishan Kishan), মহারাষ্ট্রের ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwayd), বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar) এবং দিল্লির নবদীপ সাইনিকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে।

পাশাপশি এটাও জানা গিয়েছে যে, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। ২৩ মে থেকে শুরু হতে চলা আইপিএল প্লে অফে যে দলগুলি উঠতে পারবে না, সেই দলের থেকে যারা WTC ফাইনালের জন্য সুযোগ পেয়েছেন তারা উড়ে যাবেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে এই সিদ্ধান্ত নিলো BCCI।

WTC ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *