BAN vs AFG Asia Cup 2022 Toss Report: টস জিতল বাংলাদেশ, আফগান ঝড় থামাতে এই মারাত্মক খেলোড়ারকে দিল সুযোগ !! 1

BAN vs AFG Asia Cup 2022 Toss Report: চলতি এশিয়া কাপের তৃতীয় ম্য়াচে মঙ্গলবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের এটা এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ। অন্যদিকে, আফগানিস্তান মাঠে নামতে চলেছে নিজেদের দ্বিতীয় লড়াইয়ে। প্রথম ম্যাচে আফগানরা শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে। সেই ম্যাচে প্রথমে বল করে লঙ্কা ব্রিগেডকে ১০৫ রানে অল আউট করে দেয় মোহাম্মদ নবীর দল। এরপর ঝোড়ো ব্যাটিংয়ের নমুনা রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রানটা মাত্র ১০.১ ওভারেই তুলে নেন গুরবাজ-জাজাইরা। সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে নামার আগে তৈরি হয়েই এসেছে তারা। তাই, সাকিব আল হাসানের বাংলাদেশ ভালো করেই জানে, মঙ্গলবারের লড়াইটা মোটেও সহজ হবে না। ভয়ঙ্কর মেজাজে থাকা আফগানদের কাবু করতে হলে দলের প্রতিটা খেলোয়াড়কেই মাঠে নেমে নিজেদের একশো শতাংশ দিতে হবে। সব মিলিয়ে একটা রুদ্ধশ্বাস লড়াই দেখার জন্য তৈরি ক্রিকেট ফ্যানরা।

BAN vs AFG, 3rd T20 Match, Pitch Report (পিচ রিপোর্ট)

BAN vs AFG Asia Cup 2022 Toss Report: টস জিতল বাংলাদেশ, আফগান ঝড় থামাতে এই মারাত্মক খেলোড়ারকে দিল সুযোগ !! 2

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ স্টেডিয়ামে। বরাবরই এই মাঠের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হবে, এটাই প্রত্যাশিত। তবে এটাও ঠিক যে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং সেখান থেকে বাড়তি স্পিন আদায় করে নেওয়া যেতে পারে। শারজাহ’র মাঠ বিশেষ বড় নয়। সেক্ষেত্রে ঠিকঠাক শট খেললে বড় রানের ম্যাচ দেখা যেতেই পারে। যে অধিনায়ক টস জিতবেন তিনি প্রথমে ব্যাটিং করবেন বলে আশা করা হচ্ছে।

BAN vs AFG, 3rd T20 Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

মঙ্গলবার, বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪৫ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ১৩ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই হবে সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের ফ্যানরা।

টসের পর অধিনায়কদের বক্তব্য:

সাকিব আল হাসান (বাংলাদেশ অধিনায়ক):

“কোন সন্দেহ নেই টি-২০ ক্রিকেটে আফগানিস্তান দুর্দান্ত একটা দল। আগের ম্যাচেই ওরা সেটা দেখিয়েছে। আমরা তিন স্পিনার ও দুই স্পিনার নিয়ে নামছি। আশা করছি আমরা আফগানদের বিরুদ্ধে ভালো কিছু করে দেখাবো। আমরাও দেখাতে চাই আমরা কী করতে পারি।”

মোহাম্মদ নবী (আফগানিস্তান অধিনায়ক):

“আমরা যেভাবে শেষ ম্যাচ খেলেছিলাম তা দুর্দান্ত ছিল। দলের মনোবল ভালো জায়গায় এবং আমরা আজও একইভাবে খেলতে চাই। আজ একই দল। হয়তো আজ একটু কম রান হবে এই পিচে। আমরা ওদের কম রানে বেঁধে রাখার চেষ্টা করবো।”

বাংলাদেশ বনাম আফগানিস্তান (BAN vs AFG XI)

BAN vs AFG Asia Cup 2022 Toss Report: টস জিতল বাংলাদেশ, আফগান ঝড় থামাতে এই মারাত্মক খেলোড়ারকে দিল সুযোগ !! 3

বাংলাদেশ প্রথম একাদশ (BAN XI)

মোহাম্মদ নইম, সাব্বির রহমান, আনামুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন

আফগানিস্তান প্রথম একাদশ (AFG XI)

রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, উসমান গনি, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, নূর আহমদ

টস রিপোর্ট – (Bangladesh vs Afghanistan Toss Report)

বাংলাদেশ বনাম আফগানিস্তানের আজ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হবে। যে দল টস জিতবে তারাই ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *