বাবরের হলো টা কি?ধারাবাহিক ব্যর্থতায় ট্যুইটারে চূড়ান্ত ট্রলের মুখে পাকিস্তান অধিনায়ক !! 1

ভারতের বিরুদ্ধে ১ বলে করেছিলেন ০, জিম্বাবুয়ের বিপক্ষে ৯ বলে ৪। নেদারল্যান্ডসের বিপক্ষেও কিছুমাত্র বদলালো না ছবি’টা। পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) ওপেন করতে এসে সাজঘরে ফিরলেন মাত্র ৫ বলে ৪ রান করে। প্রথম ম্যাচে অর্শদীপের ফুল লেন্থ ডেলিভারি খুঁজে নিয়েছিলো বাবরের প্যাড, দ্বিতীয় ম্যাচে ব্র্যাড ইভান্সের বলে হয়েছিলেন ক্যাচ আউট। আর আজ’কে হলেন রান আউট। অস্ট্রেলিয়ায় কুড়ি-বিশের বিশ্বকাপে ৩ ম্যাচ মিলিয়ে সাকুল্যে রান ৮। অথচ তিনি নাকি ‘কিং বাবর।’ তাঁকে বিশ্বের সেরা ব্যাটার বলতেও শোনা গেছে অনেক ক্রিকেটবোদ্ধা’কে। বীরেন্দ্র শেহবাগ, মাইকেল ভনের মত কেউ কেউ চলতি টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও তাঁকেই দেখেছিলেন খেলা শুরু’র আগে। ভাবনা আর বাস্তবে যে বিশেষ মিল থাকে না তার জ্বলন্ত প্রমাণ যেন ব্যাট হাতে বাবরের পারফর্ম্যান্স। প্রথম দুই ম্যাচেই এসেছে হার। টিকে থাকতে গেলে তৃতীয় ম্যাচে জিততেই হত পাকিস্তান’কে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস মাত্র ৯১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কোথায় ঠান্ডা মাথায়,ধীরে সুস্থে দল’কে জিতিয়ে মাঠ ছাড়বেন, তার বদলে রান আউট হয়ে ফিরলেন সাজঘরে। বাবরের ‘হারাকিরি’ দেখে তাই চরম বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। সমাজমাধ্যম ভরে উঠেছে ট্রল, মিম আর ব্যাঙ্গাত্বক পোস্টে।

খেলতে নেমে রান-আউট,Babar Azam’কে নিয়ে ঠাট্টা সোশ্যাল মিডিয়া’য়-

বাবরের হলো টা কি?ধারাবাহিক ব্যর্থতায় ট্যুইটারে চূড়ান্ত ট্রলের মুখে পাকিস্তান অধিনায়ক !! 2

লক্ষ্যমাত্রা ৯২ রান। হাতে ১২০ বল। সময় নিয়ে, উইকেটে থিতু হয়ে তারপর রানগতি বাড়ানোর জন্য অনেক সময় ছিলো বাবর অ্যান্ড কোং-এর হাতে। কিন্তু অধিনায়ক চালাকি দেখাতে গিয়ে নিজের উইকেট’টিই খুইয়ে বসলেন। দ্বিতীয় ওভারের শেষ বলে মিড-উইকেটের দিকে বল ঠেলে চটজলদি এক রান তুলে নিতে চেয়েছিলেন বাবর। পাক অধিনায়ক খেয়াল করেন নি যে রলফ ফান ডার মার্ভ রয়েছেন ৩০ গজ বৃত্তের ভিতরেই। বল ধরে দুরন্ত নিশানায় সরাসরি নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেন তিনি। রানের লক্ষ্যে দৌড়ানো বাবর তখনো ক্রিজ থেকে অনেকখানি দূরে। বিশ্বকাপ মঞ্চে টানা তৃতীয় ব্যর্থতার পর তাঁর ফর্মের পাশাপাশি বাবরের দায়িত্বজ্ঞানহীনতা’ও সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গের সম্মুখীন। খারাপ সময়ে কেউ কেউ পাশে দাঁড়ালেও অধিকাংশের’ই দাবী নেতৃত্ব থেকে এখুনি সরানো হোক বাবর’কে। নীচে দেখে নিন আজকের ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *