বড় মঞ্চে বারবার ব্যর্থ হয়েও ICC-র বর্ষসেরা ক্রিকেটার হলেন বাবর আজম ! নেটিজেনরা বিদ্রুপে ভরালেন পাক অধিনায়ককে !! 1

দেশের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হওয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে হার। সাম্প্রতিক ফর্মের বিচারে তলানির দিকেই পাকিস্তান দলের গ্রাফ। এছাড়াও প্রশাসনিক জটিলতাতেও জর্জরিত পাক ক্রিকেট। শত সমস্যার মাঝেও আশার আলো দেখালেন তাদের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বিশ্ব ক্রিকেট সংস্থা ICC-র বিচারে ২০২২ সালের সেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (Sir Garfield Sobers Trophy) নিজের নামে করেছেন বাবর। গত বছর ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৫২ ইনিংস খেলেছেন বাবর (Babar Azam)। ৫৪.১২ গড়ে করেছেন ২৫৯৮ রান।  ১৭ টি অর্ধশতরান এবং ৮টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাট মিলিয়ে ২০০০ এর বেশী রান করেছেন তিনি। ভালো খেলার স্বীকৃতি হিসেবেই আইসিসি’র তরফে বর্ষসেরার পুরষ্কার এলো তাঁর ঝুলিতে। স্যার গারফিল্ড সোবার্স ট্রফির প্রাপকদের তালিকায় রয়েছে রিকি পন্টিং (Ricky Ponting), বিরাট কোহলি (Virat Kohli), শচীন তেন্ডুলকরদের (Sachin Tendulkar) মত রথী-মহারথীদের নাম। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাবরও। গত বছর পাকিস্তানী পেসার শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) বর্ষসেরার পুরষ্কার জিতেছিলেন। এবার বাবর জেতায় ট্রফি রয়ে গেলো পাকিস্তানেই। ২০২২-এর রান তালিকায় শীর্ষে থাকলেও বড় টুর্নামেন্টগুলিতে কিন্তু বিশেষ কার্য্যকরী ছিলেন না পাকিস্তানী অধিনায়ক। বিশেষ করে টি-২০তে বারবার সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। বড় ম্যাচে, চাপের মুখে সাফল্য না থাকা সত্ত্বেও কি করে বর্ষসেরা হলেন তিনি? সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই।

কিসের ভিত্তিতে ICC-র বর্ষসেরা বাবর ? প্রশ্ন সোশ্যাল মিডিয়ার-

Babar Azam | image: twitter
Babar Azam won the prestigious ICC Player of the Year Award

বেন স্টোকস, সিকান্দার রাজা এবং টিম সাউদীকে পিছনে ফেলে আইসিসি’র বর্ষসেরার মুকুট জিতে নিয়েছেন পাকিস্তান ক্রিকেটের তারকা বাবর আজম। কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। রানের বিচারে বাবর (Babar Azam) নিঃসন্দেহে সকলের ওপর রয়েছেন ২০২২ এর পারফর্ম্যান্স বিচার করলে। তবে ক্রিকেট কি কেবলমাত্র রানের খেলা? কোন পরিস্থিতিতে, কখন সেই রান এসেছে তা সেরা বেছে নেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্ব রাখে? সেইটাই জানতে চান নেটিজেনরা। গত বছর বাবর (Babar Azam) ৫২ ইনিংসে ২৫৯৮ রান করলেও তার অধিকাংশই এসেছে গুরুত্বহীন ম্যাচগুলিতে বা দ্বিপাক্ষিক সিরিজে। এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতা ছিলো ২০২২। সেখানে রীতিমত মুখ থুবড়ে পড়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। এশিয়া কাপে ৭ ম্যাচ খেলে মাত্র ৬৮ রান করেন তিনি। প্রায় একই অবস্থা হয়ে টি-২০ বিশ্বকাপেও। পাক দলের ওপেনার হিসেবে মাঠে নামলেও পাওয়ার প্ল’তে দল’কে ভালো জায়গায় রাখতে পারেন নি তিনি। ভারতের বিরুদ্ধে আউট হন শূন্য রান করে। একটি অর্ধশতক করলেও ৭ ম্যাচে মাত্র ১২২ রান এসেছিলো তাঁর ব্যাটে। গোটা টুর্নামেন্টে একটিও ছক্কা মারতে পারেন নি বাবর (Babar Azam)। শ্লথ ব্যাটিং এবং হতশ্রী স্ট্রাইক রেটের জন্য প্রশ্নের আঙুলও উঠেছিলো তাঁর দিকে। দেশের মাটিতে ব্যাটিং স্বর্গ পিচ বানিয়েও ৩-০ হারতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। অধিনায়ক হিসেবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বারবার অক্ষম হয়েছেন তিনি। দলের প্রয়োজনে যে ক্রিকেটারকে প্রায় কখনোই নিজের সেরাটা বের করে আনতে দেখা যায় না, তাঁকে বর্ষসেরার পুরষ্কার দেওয়া মানে কি? বলছে সোশ্যাল মিডিয়া। সমস্যায় ধুঁকতে থাকা পাক ক্রিকেটকে আইসিসি’র তরফে এ এক স্বান্তনা পুরষ্কার,এমনটাও বলছেন অনেকে।

দেখে নিন ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *