AUS vs IRE, Match Preview: আইরিশদের হাল্কাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া, ম্যাচ জিততে তৈরি করছে এই মারাত্মক স্ট্র্যাটেজি !! 1

AUS vs IRE: অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে ২০২২ টি-২০ বিশ্বকাপ। সোমবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের বিশাল পরাজয়ের দিয়ে তাদের অভিযান শুরু করলেও দ্বিতীয় খেলায় লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায়। ইংল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে, আয়ারল্যান্ড তাদের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। তাদের তৃতীয় খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সব মিলিয়ে সোমবার একটি লড়াকু ম্যাচ দেখা যেতে পারে।

AUS vs IRE, T20 Match, Pitch Report,( পিচ রিপোর্ট)-

Sydney Cricket Ground (SCG) | Austadiums

অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ব্রিসবেনের গাব্বায়। গাব্বা এমন একটা মাঠ যেখানে উইকেট থেকে পেসাররা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। এই মাঠে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

AUS vs IRE, T20 Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

সোমবার, অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচের সময়ে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৫৩ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই। ম্যাচের সময় ২১ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

AUS vs IRE, T20 Match, Head To Head (হেড টু হেড)

AUS vs IRE, Match Preview: আইরিশদের হাল্কাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া, ম্যাচ জিততে তৈরি করছে এই মারাত্মক স্ট্র্যাটেজি !! 2

অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড লড়াইয়ে আইরিসদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে অজিরা। এই ম্যাচের জন্য মাঠে নামার আগে এই দুই দল মোট ১বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়াই সেই ১টি ম্যাচ জিতে নিয়েছে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

অস্ট্রেলিয়া-

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজলউড

আয়ারল্যান্ড-

পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *