Asian Games 2022: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। হরমনপ্রীত, স্মৃতিদের সাফল্যকে স্পর্শ করার লক্ষ্য নিয়ে আজ থেকে পথচলা শুরু করলো ভারতের পুরুষ দল। র্যাঙ্কিং-এ এগিয়ে থাকার সুবাদে প্রথম কয়েকটি রাউন্ড খেলতে হয় নি ভারতকে। বরং সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলো তারা। প্রথম ম্যাচ ছিলো নেপালের বিপক্ষে। এশিয়ান গেমস পুরুষদের ক্রিকেটে গত কয়েকটি ম্যাচে সাড়া ফেলে দিয়েছিলো নেপাল। তাদের হয়ে দীপেন্দ্র সিং আইরি ৯ বলে অর্ধশতক করেছিলেন। মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩০০ রানের গণ্ডীও পেরিয়েছিলো তারা। আজকের ম্যাচে সোমপাল কামি, রোহিত পউডেল’রা ভারতকে কতখানি বেগ দিতে পারেন, সকলের নজর ছিলো সেই দিকেই।
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিলো টিম ইন্ডিয়া। মূলত যশস্বী জয়সওয়ালের সৌজন্যেই ঝড়ের বেগে এগোচ্ছিলো ভারতীয় স্কোরবোর্ড। দশম ওভারে প্রথম উইকেট হারায় ‘মেন ইন ব্লু।’ ২৫ বলে ২৩ রান করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। তিন নম্বরে ভারত নামিয়েছিলো তিলক বর্মাকে। হায়দ্রাবাদের বাম হাতি ব্যাটার এই বছরের আইপিএলে সাফল্য পেয়েছিলেন। দ্রুতই ভারতীয় দলেও সুযোগ দেওয়া হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ টি-২০’র সিরিজে সফল হলেও তার পরের আয়ারল্যান্ড সফর থেকেই অফ ফর্মে তিনি। এশিয়া কাপের দলে জায়গা পেয়েছিলেন, রান পান নি। আজ এশিয়ান গেমসে নেপালের বিপক্ষেও সাফল্য পেলেন না। ১০ বল খরচ করে মাত্র ২ রান করলেন। তাঁর মন্থর ইনিংস ভারতের রান গতি স্তব্ধ করে রাখলো বেশ কিছুক্ষণ।
সোমপাল কামি’র বলে বোল্ড হয়ে তিনি সাজঘরে ফিরতেই তিলকের প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম। ভারত অধিনায়ক রোহিতের প্রিয়পাত্র বলেই লাগাতার সুযোগ পাচ্ছেন তিলক, এমনটা আগেও শোনা গিয়েছিলো, আজকের ব্যর্থতার পর জোরালো হয়েছে এই অভিযোগ। তিলককে ব্যাঙ্গ করে ‘আইপিএলের শের’ বলে অভিহিত করেছেন জনৈক ক্রিকেট অনুরাগী। ‘গুণমানের দিক থেকে যশস্বীর ধারেকাছেও আসে না তিলক’ জানিয়েছেন এক নেটিজেন। ‘মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় বলেই বাড়িত সুযোগ পাচ্ছে তিলক’ লিখেছেন আরও একজন। ‘এমন খেলতে থাকলে দ্রুত বাদ দেওয়া উচিৎ’ সখেদে জানিয়েছেন একজন। ‘ভারতীয় ইনিংসের ভিলেন’ রূপে তিলক’কে দেখছেন নেটনাগরিকদের একাংশ।
দেখে নিন ট্যুইটচিত্র-
First tukuraj now pilak
both replicated their idols😂😭
Shubman jaiswal clear of these frauds— Who cares? (@Retired__hurt) October 3, 2023
Fraud 😂😂
— Hazrat Ali (@hazratali627) October 3, 2023
Naam tilak hai lekin performance chillar jaisi.
— 🤡 (@HrithiksAvenger) October 3, 2023
Jaiswal seems like playing on different pitch
— CricXtra (@CricXtra_) October 3, 2023
MI blood🔥🔥
— Er.Atul Vaidya🇮🇳🚩 (@atulvai04795672) October 3, 2023
OverHyped player. How Mumbai Indians t-20 performance helped him to be a part of the Indian team. There are many outstanding players still waiting for their chance despite their experience and stellar performance.
— Anupama Singh (@anupamaasingh) October 3, 2023
They can’t even play Nepal😑
— Rawv (@_ravi_st) October 3, 2023
Lost an excellent opportunity to free his hands 😟😟
— Patel 🏹 (@Patelshyd) October 3, 2023
Poor batting wo v is pitch pe
— @vipin mishra 🇮🇳 (@viplnt) October 3, 2023
Seriously! It looks like Ruturaj Gaikwad and Tilak Varma were playing on difference surface than Jaiswal! Horrible bathing by both! Average has dropped from 12 to 9.5! 250 is must on this pitch and ground! 🏏🇮🇳#AsianGames #INDvNEP pic.twitter.com/4V5X3uM4dT
— Sammy 𝕏 (@sammyX39) October 3, 2023
This bkl is eating up other player’s chances and is a waste under pressure and quality pace which was not even there in this match and match against Bangladesh, bsdwala Rohit ka lauda
— Sudeep Roxx (@ShivamBist1) October 3, 2023
The problem with tilak is early entry to the odi team . Young player took it for granted and felt over confident. Must press the reset button and focus back on cricket for what he was brought in. @TilakV9
— Pritam Das (@Imprretam) October 3, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur