Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনাল হলো চূড়ান্ত একপেশে। রবিবাসের দুপুরে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় যাঁরা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন তাঁদের হতাশই হতে হলো আজ। সর্বসাকুল্যে বৃষ্টির বিরতি মিলিয়েও ম্যাচ স্থায়ী হলো মেরেকেটে তিন থেকে সাড়ে তিন ঘন্টা। টসে জেতে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো তারা। কলম্বোর পরিসংখ্যানের দিকে তাকিয়ে দাসুন শানাকার (Dasun Shanaka) সিদ্ধান্তে গলদ সম্ভবত খুঁজে বের করতে পারবেন না বিশেষজ্ঞরা।
গত কয়েকটি ম্যাচে স্পিন ছড়ি ঘুরিয়েছিলো প্রেমাদাসার বাইশ গজে। সেই কথা মাথায় রেখেই অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে তড়িঘড়ি ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) উড়িয়ে নিয়ে গিয়েছিলো ভারত। এমনকি সরাসরি প্রথম একাদশেও জায়গা করে নেন তিনি। কিন্তু এক ওভারও হাত ঘোরাতে হলো না তাঁকে। বাজিমাত আজ করলেন পেসাররাই।প্রথম ওভারে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ফেরান কুশল পেরেরাকে। সেই শুরু। এরপর আর থামে নি ভারতীয় পেসের জয়যাত্রা।
মহম্মদ সিরাজের (Mohammed Siraj) দাপটে মেরুদণ্ড ভেঙে গিয়েছিলো শ্রীলঙ্কা ব্যাটিং-এর। ৭ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৬ উইকেট দেন ভারতীয় সাজঘরের প্রিয় ‘মিয়াঁ ভাই।’ বাকি ৩ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপে এই প্রথম ভারতের পেসাররা প্রতিপক্ষের ১০ উইকেট তুললেন। মাত্র ৫০ রানের মধ্যেই শ্রীলঙ্কা গুটিয়ে যাওয়ায় অষ্টম এশিয়া কাপ (Asia Cup 2023) সময়ের অপেক্ষা হয়ে পড়েছিলো। ঈশান কিষণ এবং শুভমান গিল ৬.১ ওভারের মধ্যে জয়সূচক রান তুলে ফেলতেই উচ্ছ্বাসে মাতলো টিম ইন্ডিয়ার সাজঘর। রেকর্ড অষ্টম এশিয়া কাপ জিতে ভারতীয় ক্রিকেটাররা যখন আনন্দে মশগুল, তখন ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে মহম্মদ সিরাজ বোঝালেন কেবল মাঠে নয়, মাঠের বাইরেও তাঁর হৃদয়ের ব্যপ্তি বিশাল।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
সিরাজের আগুনে স্পেলে দিশাহারা শ্রীলঙ্কা-

বাংলাদেশের বিরুদ্ধে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রথম একাদশে রাখেন নি কোচ দ্রাবিড়। আজ ফাইনালে তাই বাড়তি তাগিদ নিয়ে যেন মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ওভারে কোনো রান খরচ করেন নি তিনি। বাইশ গজে ‘মিয়াঁ ম্যাজিক’ শুরু তাঁর দ্বিতীয় ওভার অর্থাৎ ইনিংসের চতুর্থ থেকে। প্রথম বলে সিরাজ ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকে (Pathum Nissanka)। দ্বিতীয় বলে কোনো রান হয় নি। তৃতীয় ও চতুর্থ বলে ফের আঘাত হানেন। শূন্য রানে সাজঘরে ফিরতে হয়ে সাদিরা সমরাবিক্রমা (Sadeera Samarawickrama) এবং চরিথ আশালঙ্কাকে। পঞ্চম বলটি হালকা পুশে লং অন বাউন্ডারিতে পাঠিয়েছিলেন ধনঞ্জয় ডি সিলভা। ওভারের শেষ বলেই ‘বদলা’ নেন সিরাজ। তাঁর আউটস্যুইং ডি সিলভার ব্যাট ছুঁয়ে জমা পড়ে কে এল রাহুলের হাতে। প্রথম ভারতীয় হিসেবে একই ওভারে ৪ উইকেট নিলেন তিনি।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
সিরাজ (Mohammed Siraj) সুনামি থামে নি সেখানেও। এরপর দুনিথ ওয়েলালাগে (Dunith Wellalage) এবং কুশল মেন্ডিসকে ফেরান তিনি। আজ ৭ ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নিলেন সিরাজ। কেরিয়ারের সেরা বোলিং-টা এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনালেই করলেন তিনি। ভারতের জয়ের পর ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে সিরাজ নির্দ্বিধায় জানিয়েছেন, “এটাই আমার জীবনের সেরা স্পেল।” ব্যক্তিগত সাফল্যে খুশি হলেও সবার আগে যে তিনি দলের স্বার্থ রাখেন তা পরিষ্কার করে দিয়েছেন সিরাজ (Mohammed Siraj)। যে ওভারে ৪ উইকেট পান, সেই ওভারেই বাউন্ডারি বাঁচাতে নিজেই ছুটলেন সীমানার দিকে। এমন মরণপণ দৌড়ের কারণ কি? উত্তরে স্মিত হেসে এশিয়া কাপ ফাইনালের নায়ক জানিয়েছেন, “আমি কেবল বাউন্ডারি বাঁচানোর কথা ভাবছিলাম। দুটো রান বাঁচতো।”
মাঠকর্মীদের পাশে দাঁড়ালেন মহম্মদ সিরাজ-

এবারের এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজিত হয়েছে হাইব্রিড মডেলে। চারটি ম্যাচ আয়োজিত হয়েছিলো পাকিস্তানে। আর বাকি নয়টি খেলা হয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডি এবং কলম্বোতে। পাকিস্তান পর্বে আবহাওয়া কোনোরকম বাধা হয়ে না দাঁড়ালেও শ্রীলঙ্কায় প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টির চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে ক্রিকেটকে। এবং প্রকৃতির সাথে এই লড়াইতে প্রত্যেকবারই ক্রিকেটকে জয় এনে দিয়েছেন কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মীরা।
সুপার ফোর পর্বে একমাত্র ভারত-বাংলাদেশ ম্যাচ বাদে প্রতিটি খেলাতেই আবহাওয়া বাধা দিয়েছে, কিন্তু নষ্ট হয়েছে মাত্র ১৬ ওভার। এই অসাধ্যসাধন যাঁরা করেছেন, সেই মাঠকর্মীদের নিরন্তর সংগ্রামকে স্বীকৃতি দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বল হাতে তিনি কেন বিশ্বের অন্যতম সেরা তা আগেও বুঝিয়েছেন, আজও বোঝালেন, পাশাপাশি তাঁর যে মানবিক মুখের সাথে আজ পরিচিত হলো ক্রিকেটজনতা, তা সিরাজের জনপ্রিয়তা নিঃসন্দেহে বাড়িয়ে দিলো কয়েক গুণ।
ম্যাচের সেরার পুরষ্কারের সাথে যে ৫০০০ মার্কিন ডলার মূল্যের প্রাইজ মানি তিনি পেয়েছিলেন তা শ্রীলঙ্কার মাঠকর্মীদের মধ্যে বিলিয়ে দিলেন সিরাজ (Mohammed Siraj)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক রবি শাস্ত্রীকে নিজের বক্তব্যের একদম শেষে সিরাজ জানান, “এই ম্যাচের সেরা পুরষ্কারের যে অর্থমূল্য রয়েছে তা আমি মাঠকর্মীদের দেওয়ার কথা ঘোষণা করলাম। ওনারা না থাকলে টুর্নামেন্টটাই হত না।” কেবল সিরাজ নয়, শ্রীলঙ্কার মাঠকর্মীদের সংগ্রামকে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (ACC)। এশীয় ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয় শাহ (Jay Shah) মাঠকর্মীদের জন্য ৫০০০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন আজ।
দেখুন সিরাজের ঘোষণাটি-
Siraj dedicates his Player Of The Match award and cash prize to the Sri Lankan groundstaff 🫡❤️#AsiaCupFinal #AsianCup2023 #Siraj #INDvSL #IndiavsSrilanka #AsiaCupFinals #INDvsSLpic.twitter.com/b6pN1obGmk
— X (@MSDADDIC) September 17, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur