Asia Cup 2023

এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে বেশ কয়েক মাস ধরে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের এশিয়া কাপ (Asis Cup) আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। কিন্তু ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পড়শি দেশে দল পাঠানো হবে না। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে জানান কোনো নিরপেক্ষ দেশে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। কিন্তু পাকিস্তানে দল পাঠানো হবে না ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। এই নিয়ে দুই দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে নিয়মিত বাদানুবাদ চলেছে বেশ কয়েক মাস ধরে। কিন্তু মেলে নি কোনো সমাধান।

বাহরিনে এশিয়া কাপ আয়োজন নিয়ে জট খোলার জন্য বৈঠকে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) অন্তর্গত দেশগুলি। কিন্তু সেখানেও কোনো সমাধানসূত্র উঠে আসে নি। প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে নি পাকিস্তান। ভারতও জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত থেকে সরছে না তারা। দুই দেশের দড়ি টানাটানিতে শেষমেশ পিছু হটতে হচ্ছে পাকিস্তানকেই। সূত্রের খবর অনুযায়ী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হারাতে চলেছে পাকিস্তান।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তুলে পাকিস্তান যেতে অসম্মত হয়েছে ভারতীয় দল। এমনিতে ভারত-পাক ক্রিকেট ম্যাচ এখন কেবল মাত্র এশিয়া কাপ এবং আইসিসি প্রতিযোগিতাগুলোর মধ্যেই সীমাবদ্ধ। ২০০৮-এর পর ভারতীয় সিনিয়র দল পা দেয় নি পাকিস্তানের মাটিতে। ২০২৩-এ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার ফলে পাকিস্তানের মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার ক্ষীণ সম্ভাবনা দেখা গিয়েছিলো। কিন্তু ভারতের আপত্তিতে অঙ্কুরেই বিনষ্ট হলো সেই সম্ভাবনা। শোনা যাচ্ছে পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরানোর দাবীতে ভারতের পাশে দাঁড়িয়েছে অন্যান্য দেশও। এই মাসের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে ACC। শোনা যাচ্ছে পাকিস্তান থেকে সরানোই হবে এশিয়া কাপ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

অন্যান্য দেশগুলিকেও পাশে পাচ্ছে ভারত-

Jay Shah | ASia Cup | image: twitter
BCCI secretary Jay Shah had refused to send Indian team across the border to participate in the Asia Cup

প্রাথমিক ভাবে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিলো। সেই প্রস্তাব অনুযায়ী ছয়দলীয় টুর্নামেন্টের বেশীরভাগ অংশটিই আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। কেবল ভারত ওয়াঘা সীমান্তের ওপারে যেতে অসম্মত হওয়ায় তাদের ম্যাচগুলি কোনো নিরপেক্ষ মাঠে সংঘটিত হওয়ার কথা হয়েছিলো। ভারতের ম্যাচগুলি আয়োজন করার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিলো কাতার, সংযুক্ত আরব আমিরশাহীর মত দেশ। এমনকি ইংল্যান্ডের নামও শোনা যাচ্ছিলো। কিন্তু শেষমেশ সেই সম্ভাবনা দিনের আলো দেখেনি। পাকিস্তান গোটা টুর্নামেন্ট আয়োজন করার দাবী থেকে সরে আসে নি। এমনকি পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি হুমকির সুরে জানিয়েছিলেন, “পাকিস্তানে যদি ভারত এশিয়া কাপ খেলতে না আসে তাহলে পাকিস্তানও ভারতে যাবে না বিশ্বকাপ খেলতে।”

জেদের মাশুল সম্ভবত গুণতে হচ্ছে পাকিস্তানকে। সূত্রের খবর অনুযায়ী এসিসি’র বৈঠকে পাকিস্তানে এশিয়া কাপে আয়োজিত হওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আফগানিস্তানের মত দেশগুলোও। ভারতের দাবীর পাশেই থেকেছে তারা। হাইব্রিড মডেল নিয়েও উঠেছে আপত্তি। কেবলমাত্র ভারতের সাথে ম্যাচ খেলতে বারবার পাকিস্তান থেকে অন্য কোনো দেশে যাতায়াত করতে রাজী নয় অন্যান্য দেশগুলি। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার যৌথ দাবীর সামনে সম্ভবত নতিস্বীকার করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান থেকে সম্ভবত সরেই যাচ্ছে এশিয়া কাপ। প্রথমে বিকল্প আয়োজক দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের কাতার বা সংযুক্ত আরব আমিরশাহীর নাম উঠে এলেও জানা যাচ্ছে এশিয়া কাপ সরছে না ভারতীয় উপমহাদেশ থেকে। পাকিস্তান নয়, আয়োজনের দায়িত্ব পাচ্ছে শ্রীলঙ্কা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *