asia-cup-ganguly-picks-no-4-for-india

Asia Cup 2023: আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ এর এশিয়া কাপ (Asia Cup 2023)। আয়োজক হিসেবে যৌথ দায়িত্ব পালন করবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আইসিসি আয়োজিত ওডিআই বিশ্বকাপের আর বাকিমাত্র মাসখানেক। সেই কারণে এবারের এশিয়া কাপ বাড়তি গুরুত্ব পাচ্ছে। অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে পাঁচটি বিশ্বকাপের যুদ্ধে মাঠে নামবে। তাই এশিয়া কাপকে (Asia Cup 2023) প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ হিসেবে দেখছে তারা। পাকিস্তান, বাংলাদেশের মত ভারতের উপমহাদেশীয় প্রতিপক্ষেরা আগেই দল ঘোষণা করে দিয়েছিলো, কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে নেওয়া হয়েছিলো ধীরে চলো নীতি। খেলোয়াড়দের পারফর্ম্যান্স এবং ফিটনেসের পুঙ্খানুপুঙ্খ বিচার করে অবশেষে গতকাল দল ঘোষণা করলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

এশিয়া কাপের জন্য যে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে প্রত্যাশামতই অধিনায়ক রোহিতের পাশে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিল, হার্দিক পান্ডিয়ারা। থাকছেন ঈশান কিষণ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারা। প্রায় এক বছরের বিরতির পর ওয়ান ডে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ। সাম্প্রতি কয়েকটি ম্যাচে ভারতের পারফর্ম্যান্স বিশ্লেষণ করলে দেখা যাবে বেশ ‘টপ হেভি’ হয়ে পড়ছে ব্যাটিং লাইন-আপ, অর্থাৎ প্রথম তিনজন রান না পেলে বেকায়দায় পড়তে হচ্ছে দলকে। মিডল অর্ডারের ব্যর্থতার দাওয়াই হিসেবে কে এল রাহুল (KL Rahul) এবং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) মাঠে ফেরানো হলেও তাতে আদৌ কতটা সমস্যার সমাধান হবে তা নিয়ে সন্দিহান অনেকেই। এমতাবস্থায় দলের মিডল অর্ডার সমস্যার সমাধানে আসরে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Read More: Asia Cup 2023: “আমরা খালি বিতর্কের সুযোগ খুঁজি…” দল নির্বাচন প্রসঙ্গে নিন্দুকদের একহাত নিলেন সুনীল গাওস্কর !!

মিডল অর্ডার নিয়ে মুখ খুললেন মহারাজ-

Sourav Ganguly | Asia Cup 2023 | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

টিম ইন্ডিয়ার মিডল অর্ডার নিয়ে গত কয়েক দিন ধরে বিস্তর চর্চা চলছে। টপ অর্ডারে শুভমান গিল (Shubman Gill), রোহিত শর্মা (Rohit Sharma)ও বিরাট কোহলির (Virat Kohli) জায়গা স্থির থাকলেও চার ও পাঁচ নম্বরে কারা নামবেন ব্যাট হাতে তা নিয়ে একমত হতে পারেন নি বিশেষজ্ঞরা। সাধারণত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) চার এবং কে এল রাহুল (KL Rahul) পাঁচ নম্বরে ব্যাট করে থাকেন ভারতের হয়ে। কিন্তু দুজনেই চোট পেয়ে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন। এমতাবস্থায় সূর্যকুমার যাদব (Suryakumar yadav), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেলের (Axar Patel) মত অনেককেই চার বা পাঁচ নম্বরে খেলিয়ে দেখা হয়েছে। সুযোগ দেওয়া হয়েছে ঈশান কিষণকেও (Ishan Kishan)। কিন্তু নিজেদের মেলে ধরতে পারেন নি কেউই।

এশিয়া কাপে (Asia Cup 2023) রাহুল এবং শ্রেয়স দুজনেই দলে ফিরেছেন। কিন্তু আদৌ প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলার মত ম্যাচ ফিটনেস তাঁদের রয়েছে কিনা তা নিয়ে দ্বিধায় ক্রিকেটবিশ্ব। মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিয়েছেন এখনও হাল্কা চোট রয়েছে রাহুলের। যা মিডল অর্ডার নিয়ে ফের চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের। উদ্বিগ্ন ভক্তদের অবশ্য আশ্বস্ত করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এশিয়া কাপের দল ঘোষণার পর এক সাক্ষাৎকারে বাংলার মহারাজ বলেন, “যে কেউ চার নম্বরে খেলতে পারে। বিরাট কোহলি রয়েছেন চার নম্বরের জন্য। শ্রেয়স আইয়ার রয়েছে, ও এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারে। তারপর কে এল রাহুল’ও আছে। ভারতে প্রতিভার কোনো অভাব নেই।”

Asia Cup 2023-এর জন্য ভারতীয় দল-

Indian Cricket Team | Asia Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা।

*স্ট্যান্ডবাই সঞ্জু স্যামসন।

Also Read: World Cup 2023: “আগেরবারের ভুল আর হবে না…’, ওয়ানডে বিশ্বকাপের আগে অধিনায়ক রোহিতের বড় বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *