মুম্বাইয়ের মাস্টারস্ট্রোক, রোহিতের বদলে ট্র্যাভিস হেডের দিকেই নজর আম্বানির !! 1

আইপিএল ২০২৬ মরশুমের আগে চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। আইপিএলের নিলাম যত এগিয়ে আসে ততই যেন ট্রেড সংক্রান্ত নানান খবর সমাজ মাধ্যমে আলোড়ন কেড়ে নিচ্ছে। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ট্রেড নিয়ে রীতিমতন চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যম জুড়ে। দুই খেলোয়াড়ের আদলবদল আইপিএল ইতিহাসের অন্যতম বড় অদলবদল হতে চলেছে। তবে শুধু এখানে সীমিত নয় দল বদল হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা খেলোয়াড় রোহিত শর্মার (Rohit Sharma)। সূত্রের দাবি, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মাকে ট্রেড করতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার ট্র্যাভিস হেডের (Travis Head) সঙ্গে। যদি এই ট্রেডটি কোনোভাবেই সম্ভব হয় তোনিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে সবথেকে বড় ও অপ্রত্যাশিত অদলবদল হিসেবে চিহ্নিত হবে।

রোহিত শর্মাকে মুক্তি দিচ্ছে মুম্বাই পল্টন

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

একদিকে রোহিত শর্মা যিনি দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় খেলোয়াড়। যাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩ সালে প্রথম চ্যাম্পিয়নশিপের মুখ দেখেছিল। দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত। ২০১৩’এর পর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে রোহিতের নেতৃত্বেই শিরোপা জিতেছিল মুম্বাই পল্টন। তাঁর নেতৃত্বে মুম্বাই হয়ে উঠেছে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি। তবে গত কয়েক মরশুমে দলের পারফরম্যান্স কিছুটা ওঠানামা করায় ক্যাপ্টেনসি হারান রোহিত, তাঁর বদলে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। গত দুই মৌসুমে মুম্বাই ২০২৫ মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের কাছে পরাস্ত হয়েছিল। রোহিতের বয়সের উপর নজর রেখে স্কোয়াডে বড় বদল আনতে চলেছে মুম্বাই টিম ম্যানেজমেন্ট।

Read More: রিচা ঘোষ চ্যাম্পিয়ন হতেই WPL’এ নতুন দল, KKR মালিকের কাছে বিশেষ আর্জি সৌরভ গাঙ্গুলীর !!

হেডকে দলে চাইছে MI ফ্রাঞ্চাইজি

ipl-2025-travis-head-down-with-covid
Travis Head | Image: Getty Images

যে কারণে হেডের উপরেই নজর গিয়েছে আম্বানিদের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ট্র্যাভিস হেডের উত্থান চোখে পড়ার মতো। ২০২৪ সালের আইপিএলে তিনি ভয়ংকর ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করেছিলেন। প্রথম বল থেকে আগ্রাসী ব্যাটিং করতে পিছুপা হননা হেড। তবে হেডকে মোটা টাকা দিয়েই নাকি দলে শামিল করতে চাইছে MI টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সূত্রে জানা যাচ্ছে, দুই দলের মধ্যে প্রাথমিক আলোচনাও নাকি শুরু হয়ে গেছে। গত মৌসুমে এক সাক্ষাৎকারে ট্র্যাভিস হেড মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা জানিয়েছিলেন। এই মৌসুমে তাকে হয়তো সেই নীল জার্সিতেই দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রোহিতের কাছেও হায়দ্রাবাদ খুবই পছন্দের জায়গা, রোহিতের আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল হায়দ্রাবাদ ভিত্তিক ফ্রাঞ্চাইজি ডেকান চাজার্স দিয়েই। তাই হায়দ্রাবাদের ভক্তদের খুবই প্রিয় রোহিত। আসন্ন মৌসুমে যদি এই ট্রেডটি সম্ভব হয় তাহলে নয়া রূপে দুই তারকাকে আইপিএল মাতাতে দেখতে পাওয়া যাবে।

Read Also: “WPL শুরু করাতে মমতা ব্যানার্জির…” CAB মঞ্চে মুখ্যমন্ত্রীকে নিয়ে সৌরভের বিশেষ মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *