অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুম। ইতিমধ্যেই নির্ঘন্ট সামনে এনেছে আয়োজন সংস্থা বিসিসিআই। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোধন হবে আইপিএলের নয়া মরসুমের। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) এবং চারবারের খেতাবজয়ী দল চেন্নাই সুপার কিংস (CSK)। দুই মাসব্যপী ক্রিকেট উৎসবে সামিল হতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। প্রিয় দলের হয়ে গলা ফাটানোর প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রেখেছেন তারা।
টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (MI) ষোড়শ মরসুমে যাত্রা শুরু করছে ২ এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে তাদের। পাঁচ বার খেতাব জিতলেও ২০২২ মরসুমটা একদমই আশানুরূপ যায় নি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। দশ দলের লীগে একদম শেষ স্থানে ছিলো তারা। দ্রুত সেই ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগোনোর লক্ষ্য থাকবে তাদের। রোহিত শর্মা, ঈশান কিষণ’রা (Ishan Kishan) তৈরি ষষ্ঠ খেতাবের জন্য মরিয়া হয়ে মাঠে নামতে। দেশ-বিদেশের তারকারা ইতিমধ্যে যোগ দিয়েছেন প্রস্তুতি শিবিরে। জোরকদমে চলছে আলোয় ফেরার প্রস্তুতি।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
মরসুম শুরুর আগেই মুম্বই ভক্তদের জন্য আশার বাণী শোনালেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং কোচ মার্ক বাউচার (Mark Boucher)। প্রায় ১০ বছর পর মুম্বইয়ের হয়ে ‘তেন্ডুলকর’ লেখা জার্সি গায়ে কোনো খেলোয়াড় মাঠে নামতে চলেছেন। বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার ও প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) ভাগ্যে আইপিএল খেলার শিকে ছিঁড়তে পারে এই বছর।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে অভিষেক হতে পারে অর্জুনের-

আগামী ২ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল অভিযান শুরু করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মাঠে নামার আগে বড়সড় ধাক্কা সামলাতে হয়েছে রোহিত শর্মাদের। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গিয়েছেন বোলিং ডিপার্টমেন্টের বড় ভরসা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বদলি হিসাবে প্রথম একাদশে কে খেলবেন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এরইমধ্যে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulakr) নিয়ে বড় তথ্য সামনে এলো মুম্বই কোচ এবং অধিনায়কের প্রেস কনফারেন্স থেকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে শচীন পুত্রের মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল বলেই ইঙ্গিত পাওয়া গেলো সাংবাদিক সম্মেলন থেকে।
গত বেশ কয়েক বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডের অংশ অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulakr)। ২০২২-এর ‘মেগা অকশনে’ ৪০ লাখ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিলো মুম্বই। কিন্তু একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয় নি। গত মরসুমে হৃত্বিক শোকিন (Hrithik Shokeen), রমনদীপ সিং (Ramandeep Singh), সঞ্জয় যাদবদের (Sanjay Yadav) মত নতুনদের রোহিত শর্মার দল জায়গা দিলেও শিকে ছেঁড়েনি অর্জুনের ভাগ্যে। তবে এবার সম্ভবত বদলাতে চলেছে ছবিটা। বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেন অর্জুন। তাঁকে প্রথম একাদশে রাখলে বুমরাহ’র (Jasprit Bumrah) বদলি পেসারের অভাব যেমন মিটবে, তেমনই ব্যাটিং’ও মজবুত হবে মুম্বই ইন্ডিয়ান্সের।
অর্জুনের অভিষেক নিয়ে প্রশ্নের উত্তরে মুম্বই দলের নতুন হেড কোচ মার্ক বাউচার (Mark Boucher) বলেন, “ছোটো একটা চোট সারিয়ে ফিরছে অর্জুন। আজকে রাত্রে (প্রস্তুতি ম্যাচে) ও মাঠে নামবে। আশা করি সেরা ছন্দেই দেখতে পাবো ওকে। আমার মনে হয় শেষ ছয়মাসে ও প্রচুর ক্রিকেত খেলেছে। দারুণ বোলিং করেছে। হ্যাঁ যদি অর্জুনকে মাঠে নামানো যায়, আমাদের জন্য তা দারুণ খবর হবে।” ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অধিনায়ক রোহিত’ও (Rohit Sharma)। অর্জুনের খেলা প্রসঙ্গে বলেন, “ভালো প্রশ্ন। আশা করা যায়, সম্ভবত।”
কেনো IPL 2023-এ জায়গা পাবেন অর্জুন?-

সাফল্যের শিখরে চড়তে গত কয়েক মাসে নিজের ক্রিকেট কেরিয়ারে আমূল পরিবর্তন এনেছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। যুবরাজ সিং-এর পিতা ও কোচ যোগরাজ সিং-এর (Yograj Singh) কাছে প্রশিক্ষন নিয়েছেন। মুম্বইতে নিয়মিত সুযোগ না মেলায় পাড়ি জমিয়েছেন গোয়াতে। গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে এই মরসুমে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। অভিষেক ম্যাচেই শতরান করেছিলেন। বাঁ-হাতি পেসের ধাক্কাতেও গোয়াকে বেশ কিছু ম্যাচে সাফল্য এনে দিয়েছেন শচীনপুত্র। ব্যাটে-বলে যে পারফর্ম্যান্স তিনি রঞ্জিতে দেখিয়েছেন তা অর্জুনের (Arjun Tendulkar) সামনে আইপিএলের দরজা খুলে দিতে পারে। কোটিপতি লীগেও যদি নিজের ছন্দ ধরে রাখতে পারেন তিনি, তাহলে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলের সম্পদ হয়ে উঠতে সক্ষম।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur