সাদা-কালোয় ‘রেট্রো লুকে’ নস্ট্যালজিয়া ফেরালেন অনুষ্কা! ছবি দেখে অভিনেত্রীকে চোখে হারাচ্ছেন স্বামী বিরাট কোহলি !! 1

গোটা ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত দম্পতিদের যদি তালিকা করা হয় তবে একদম প্রথমের সারিতেই আসবেন ‘বিরুষ্কা’, অর্থাৎ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা। একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। নিঃসন্দেহে শচীনোত্তর ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়।’ আরেকজন বর্তমান সময়ে বলিউডের অন্যতম বিখ্যাত নায়িকা। জাতীয় দলের সঙ্গে এই মুহূর্তে বিরাট(Virat Kohli) রয়েছেন বাংলাদেশে। নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অন্যদিনে স্ত্রী অনুষ্কা(Anushka Sharma) ব্যস্ত রয়েছেন ‘চাকদাহ এক্সপ্রেস’ ছবির শ্যটিং-এ। এরই মধ্যে তারকা দম্পতি এলেন খবরের শিরোনামে। সৌজন্যে অভিনেত্রীর একটি ইন্সটাগ্রাম পোস্ট। সেই পোস্টে বিরাটের কমেন্ট দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সময়ের চাকা খানিক পিছনে ঘোরালেন অনুষ্কা-

সাদা-কালোয় ‘রেট্রো লুকে’ নস্ট্যালজিয়া ফেরালেন অনুষ্কা! ছবি দেখে অভিনেত্রীকে চোখে হারাচ্ছেন স্বামী বিরাট কোহলি !! 2

নিজের পরবর্তী ছবি ‘চাকদাহ এক্সপ্রেসের’ শ্যুটিং-এ এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন অনুষ্কা শর্মা(Anushka Sharma)। দীর্ঘদিন বাদে এই সিনেমা দিয়ে বর পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। তাই কোনোরকম ফাঁক রাখতে রাজী নন অনুষ্কা। তার আগে অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ‘কালা’ বলে একটি ছবি সম্প্রতি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। প্রযোজনার সাথে জড়িত রয়েছেন অনুষ্কার ভাই। একটি বিশেষ চরিত্র অল্প কিছুক্ষণের জন্য অনুষ্কাও পর্দায় ধরা দিয়েছিলেন এই চলচ্চিত্রটিতে। ছবিতে তাঁর ‘লুক’টি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে আপলোড করেন তিনি। ক্যাপশনে লেখেন, “ কেউ কি করে এটা ওকে বোঝাবে?” সাদা-কালো ছবিগুলি থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার। সেগুলি দেখেই মুহূর্তের মধ্যে দর্শক যেন পৌঁছে যায় বেশ কিছু বছর আগে। ষাট বা সত্তরের দশকে। দেখে নিন অনুষ্কা শর্মার(Anushka Sharma) ছবিগুলি-

স্ত্রী’র ছবি দেখে মোহিত বিরাট কোহলি-

kohli insta | image: twitter
Virat Kohli commented a bunch of hearts on Anushka Sharma’s Instagram post.

ইন্সটাগ্রামে বেশ নিয়িমিত ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি(Virat Kohli)। স্ত্রী অনুষ্কার(Anushka Sharma) ছবিগুলি চোখ এড়ায় নি তাঁর। সাদা-কালো ছবিতে অনুষ্কাকে দেখে তাঁর বেশ ভালোও লেগেছে। সেই ভালোলাগা তিনি ব্যক্ত করেছেন নিজের কমেন্টের মাধ্যমে। অনুষ্কার ছবির নীচে বেশ কয়েকটি হৃদয়ের ইমোজি পোস্ট করেন বিরাট। জানিয়ে যান নিজের ভালোবাসা। ছবিতে কমেন্ট করেছেন ‘কালা’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে থাকা তৃপ্তি ডিমরি। তিনি লিখেছেন, “সবসময়ের মতই সুন্দর।” নেটফ্লিক্সে ‘কালা’ ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। তৃপ্তি ডিমরি ছাড়াও গুরুত্বপূর্ণে চরিত্রে রয়েছেন ইরফান খান পুত্র বাবিল খান এবং স্বস্তিকা চট্যোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন অন্বিতা দত্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *