actor-sanjay-dutt-lauds-wasim-akram

‘ক্রিকেট ঈশ্বর’ এই শব্দবন্ধ কানে এলেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে আসে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম। ১৯৮৯ থেকে ২০১৩-দীর্ঘ ২৪ বছর ব্যাট হাতে দেশ’কে একের পর এক সাফল্য এনে দিয়েছেন শচীন। গড়েছেন, ভেঙেছেন বহু রেকর্ড। টেস্ট ও একদিনের ক্রিকেট-দুই ফর্ম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। খেলেছনে ২০০ টেস্ট। স্পর্শ করেছেন ১০০ আন্তর্জাতিক শতরানের অবিশ্বাস্য মাইলস্টোন। স্যর ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman) অবধি শচীনের ব্যাটিং দেখে মন্তব্য করেছিলেন যে, “ছেলেটা অনেকটা আমারই মত খেলে।” তাই ঈশ্বর তকমা ‘মাস্টার ব্লাস্টারকেই মানায় বলে মনে করেন বাইশ গজের দুনিয়ার প্রায় সকলেই। তবে উলটো পথে হাঁটতে শোনা গেলো সঞ্জয় দত্ত’কে। বলিউড অভিনেতা শচীন (Sachin Tendulkar) নয়, ‘ঈশ্বর’ আখ্যা দিলেন পাকিস্তানের ওয়াসিম আক্রম’কে (Wasim Akram)।

Read More: বাংলাদেশের এই ক্রিকেটারের থেকে সাবধান থাকতে হবে ভারত’কে, একাই বদলে দিতে পারেন ম্যাচের মোড় !!

ওয়াসিম-সঞ্জয় সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে-

Wasim Akram and Sanjay Dutt | ক্রিকেট | Image: Instagram
Wasim Akram and Sanjay Dutt | Image: Instagram

গত জানুয়ারি মাসে দুবাইতে একটি অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের দুই তারকাকে দেখা গিয়েছিলো একসাথে। বলিউড নায়কের সাথে ছবিও তোলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। দুজনে যে একে অপরের পূর্ব পরিচিত তা আক্রমের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই পরিষ্কার। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দুজনে দেখা যাচ্ছে হাত মেলাতে। ক্যাপশনে আক্রম লিখেছেন, “আমার বন্ধু সঞ্জয় দত্তের সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। প্রায় এক দশক পর সাক্ষাৎ, এখনও আগের মতই বিনয়ী রয়েছেন তিনি।” এছাড়া হ্যাশট্যাগ ব্যবহার করে ’খলনায়ক’ কথাটিও লিখেছেন আক্রম। যা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) একটি বিখ্যাত চলচ্চিত্র। ১৯৯৩ সালের এই সিনেমাতে বলরাম প্রসাদ ‘বল্লু’র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিপরীতে ছিলেন মাধুরী দীক্ষিত।

ওয়াসিমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ভোলেন নি সঞ্জয় দত্ত’ও (Sanjay Dutt)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপে তাঁকে শোনা গিয়েছে পাক পেসারের ভূয়সী প্রশংসা করতে। মুন্নাভাই এমবিবিএস-এর অভিনেতা জানান, “ওয়াসিম ভাইয়ের সাথে এখানে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। উনি আমার ভাইয়ের মত। অনেক দিনের আলাপ আমাদের। উনি আমার দেখা সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন।” আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও একদিনের ফর্ম্যাট মিলিয়ে ৯১৬টি উইকেট নিয়েছেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। রিভার্স স্যুইং-এর ‘শিল্পী’ ছিলেন বাম হাতি পেসার। তাঁকে কুর্নিশ জানিয়েছে সঞ্জয় দত্তের সংযোজন, “ওয়াসিম ভাই, ক্রিকেটের ঈশ্বর, ধন্যবাদ। আর ওনার রিভার্স স্যুইং, সবাই ভয় পেতেন ওনাকে।”

দেখে নিন সঞ্জয় দত্তের ভিডিও’তে-

পাকিস্তান দলের সমালোচনা ওয়াসিম আক্রমের-

Wasim Akram | ক্রিকেট | Image: Getty Images
Wasim Akram | Image : Getty Images

ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস সমৃদ্ধ পাক দল’কে একটা সময় সমীহ করত ক্রিকেটদুনিয়া। কিন্তু বর্তমানের পাক দল পূর্বের ছায়া মাত্র। ২০২৩-এর এশিয়া কাপের হতশ্রী পারফর্ম্যান্সের পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপেও হতাশ করেছিলো তারা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটেও হয়েছিলো হোয়াইটওয়াশ। টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেন নি বাবর আজম’রা। ভারত-পাক ম্যাচের পর হতাশ ওয়াসিম মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমের সামনে। জানান, “পাকিস্তানের শত্রু’র প্রয়োজন নেই। নিজেরাই যথেষ্ট। ও (রিজওয়ান) দশ বছর ধরে ক্রিকেট খেলছে। আমার কিছুই শেখানোর নেই ওকে। মহম্মদ রিজওয়ান খেলাটা সম্পর্কে কিছুই বোঝে না। ওর জানা উচিৎ ছিলো যে বুমরাহের হাতে বল দেওয়া হয়েছে উইকেট তোলার জন্য। ওর বিরুদ্ধে সতর্ক হওয়ায় বুদ্ধিমানের কাজ হত, কিন্তু বড় শট মারতে গিয়ে রিজওয়ান উইকেট ছুঁড়ে দিয়ে এলো।”

Also Read: IND vs BAN: পাকিস্তানের পর এবার নজরে ভারত, টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিলো বাংলাদেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *