ইতিমধ্যে জমে গেছে আইপিএল।আট দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা এই টুর্নামেন্টে এক বাড়তি মাত্রা যোগ করেছে।আজ নজর রাখবো নয় ভারতীয় ক্রিকেটারের দিকে যারা আইপিএলে দুটো দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
১. মহেন্দ্র সিং ধোনি – চেন্নাই সুপার কিংস /রাইজিং পুনে সুপার জায়ান্টস
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।তার নেতৃত্বে এই অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্টে প্রতিবার প্লে অফ খেলেছে চেন্নাই সুপার কিংস।জিতেছে তিন বার আইপিএলের ট্রফি।২০১৫ সালে আইপিএল থেকে সাসপেন্ড করা হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে।বদলি হিসেবে টুর্নামেন্টে যোগদান করে রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং গুজরাট লায়ন্স।সেইবার পুনের এই ফ্রান্চাইজি দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহি।
২.সুরেশ রায়না – চেন্নাই সুপার কিংস /গুজরাট লায়ন্স
চেন্নাই সুপার কিংস দলের সহ অধিনায়ক সুরেশ রায়না, ধোনির অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।চেন্নাই দলের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার ব্যক্তিগত কারণে এবারের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন।চেন্নাই সাসপেন্ড হওয়ার পর ধোনির মতো রায়না’কেও দেখা গেছে বিকল্প দল বেছে নিতে।সেইবছর গুজরাট লায়ন্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
৩. গৌতম গম্ভীর – দিল্লি ক্যাপিটালস /কলকাতা নাইটরাইডার্স
বর্তমানে দিল্লি ক্যাপিটালস,আগে ছিলো দিল্লি ডেয়ারডেভিলস,দুই অবতারে আইপিএলে অংশগ্রহণকারী এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর।পরবর্তী সময়ে যোগ দেন কলকাতা নাইট রাইডার্স দলে।অধিনায়ক হিসেবে এই দলকে এনে দিয়েছিলেন দুটো আইপিএল ট্রফি।
৪.বীরেন্দ্র শেহবাগ – দিল্লি ক্যাপিটালস /কিংস ইলেভেন পান্জাব
প্রাক্তন বিস্ফোরক এই ভারতীয় ব্যাটসমান একসময় আইপিএলে দিল্লি দলের অধিনায়কত্ব করেছিলেন।পরবর্তী সময় ফর্ম হারালে তাকে ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট।এরপর বিরু যোগ দেন কিংস ইলেভেন পান্জাব দলে।বেশ কিছু ম্যাচে দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে।
৫. রাহুল দ্রাবিড় – রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর /রাজস্থান রয়্যালস
“দ্য ওয়াল ” নামে বিশ্বক্রিকেটে বিখ্যাত রাহুল দ্রাবিড়।মূলত টেস্টে তার কৃতিত্বের জন্য অধিক পরিচিতি পেয়েছিলেন, তাই অনেকেই তার টি টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।আইপিএলে আরসিবি এবং রাজস্থান রয়্যালস’কে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল।দুটো দল মিলিয়ে মোট ৪৮ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।এরমধ্যে জয় এসেছে ২২টি ম্যাচে।ব্যাটসমান হিসেবে তার পারফরম্যান্স খুব একটা খারাপ নয়।
৬. যুবরাজ সিং -কিংস ইলেভেন পান্জাব / পুনে ওয়ারিয়রস
ভারতের ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং।ধারাবাহিক ভাবে আইপিএলে ভালো পারফরম্যান্স দিতে না পারলেও বেশ কিছু স্মরণীয় ম্যাচ ক্রিকেট ভক্তদের উপহার দিয়েছিলেন যুবি।আইপিএলে একাধিক দলের হয়ে খেলতে দেখা গেছে তাকে।কিংস ইলেভেন পান্জাব এবং পুনে ওয়ারিয়রস দলের অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি।
৭.সৌরভ গঙ্গোপাধ্যায় – কলকাতা নাইট রাইডার্স / পুনে ওয়ারিয়রস ইন্ডিয়া
কলকাতা নাইট রাইডার্স যখন ছেড়ে দিয়েছিলো কলকাতা নাইট সৌরভ গঙ্গোপাধ্যায়’কে ,সেই সময় নাইট ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছিলো শহর কলকাতায়।পরবর্তী সময়ে ভারতের বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট’কে দলে নেয় পুনে ওয়ারিয়ারস।দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল তাকেই।
৮.দীনেশ কার্তিক – দিল্লি ক্যাপিটালস /কলকাতা নাইট রাইডার্স
এবার তেরো নম্বর বছরে পা’দিলো আইপিএল।এতোবছরের টুর্নামেন্টের ইতিহাসে একাধিক দলে খেলতে দেখা গেছে কার্তিক’কে।দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি ।২০১৮ সাল থেকে কলকাতা দলের দায়িত্বে আছেন তিনি।
৯.অজিঙ্ক রাহানে – রাইজিং পুনে সুপারজায়ান্টস / রাজস্থান রয়্যালস
এইমুহুর্তে দিল্লি ক্যাপিটালস দলে আছেন অজিঙ্ক রাহানে।একসময় রাজস্থান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।ছিলেন সেই দলের অধিনায়ক।পরবর্তী সময়ে রাইজিং পুনে সুপার জায়ান্টস দলে যোগ দিয়েছিলেন তিনি।ধোনির অনুপস্থিতিতে দলের অধিনায়কের ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে।