TOP 3: এই তিন মারাত্মক কারণে আগামী টি-২০ বিশ্বকাপ জিতবে না Team India, ভিলেন হয়ে উঠবেন এই তারকা !! 1

Team India: আগামী টি-২০ বিশ্বকাপ শুরু হতে হাতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসির এই বড় টুর্নামেন্ট। এখনও ঠিক হয়নি এই টুর্নামেন্টে কোন কোন দল খেলবে আর কোন দল গ্রুপে খেলবে। তবে লড়াইটা যে সহজ হবে না তা এখন থেকেই বলে দেওয়া যায়। কোন সন্দেহ নেই এই মুহুর্তে টি-২০ ফর্ম্যাটে বেশ কিছু দল রয়েছে যারা বেশ শক্তিশালী এবং নিজেদের দিনে যে কোন বিপক্ষকে হারিয়ে দিতে পারে। বলা যেতেই পারে এই খেলায় তেমনভাবে ফেভারিট হয় না। তাই টিম ইন্ডিয়ার জন্য কাপ জেতাটা মোটেও সহজ কাজ হবে না। এবার দেখে নেওয়া যাক এমন ৩টি কারণ রয়েছে যার কারণে টিম ইন্ডিয়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেই ৩টি বড় কারণ-

টিম ইন্ডিয়ায় অভিজ্ঞতার অভাব

TOP 3: এই তিন মারাত্মক কারণে আগামী টি-২০ বিশ্বকাপ জিতবে না Team India, ভিলেন হয়ে উঠবেন এই তারকা !! 2

এই মুহুর্তে টিম ইন্ডিয়া পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের সিনিয়ার তারকাদের সরিয়ে তাজা রক্তের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া হচ্ছে টিমে। এর পাশাপাশি চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে দেশের মাটিতে। আর সেটাকে মাথায় রেখেই রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহদের মতো ক্রিকেটারদের টি-২০ ফর্ম্যাটে খেলতে দেওয়া হচ্ছে না। আগামী বছরের বিশ্বকাপেও এই সব সিনিয়ারদের দলের বাইরে রেখে তরুণদের নিয়ে দল গড়া হতে পারে। সেটা হলে অবশ্য শেষ পর্যন্ত সমস্যায় পড়তে পারে ভারত। বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার অভাবে টিম ইন্ডিয়াকে খালি হাতে ফিরতে হতে পারে।

নির্বাচকদের হঠকারি সিদ্ধান্ত

TOP 3: এই তিন মারাত্মক কারণে আগামী টি-২০ বিশ্বকাপ জিতবে না Team India, ভিলেন হয়ে উঠবেন এই তারকা !! 3

ভারত কোন দল নিয়ে মাঠে নামবে, সেটা ম্যাচের আগেরদিন পর্যন্ত কেউ জানতে পারে না। এটার পাশাপাশি দল নির্বাচনের ক্ষেত্রেও কোন কড়া গাইডলাইন আছে বলে জানা নেই। তাই এটা টিম ইন্ডিয়ার ভালো পারফরমেন্সের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। আসলে টিম কম্বিনেশন গড়ে তুলতে একটা দলকে অনেকদিন ধরে একসঙ্গে খেলাতে হয়। ভারতের হয়ে তেমনটা মোটেও হচ্ছে না। তাই খেলোয়াড়দের মধ্যেও একটা অনিশ্চয়তা তৈরি হয়। এমন একটা পরিস্থিতিতে তাদের থেকে ভালো পারফরমেন্স করা বিলাসিতার সমান। তাই আগামী বছর ভারত টি-২০ বিশ্বকাপ জিততে না পারলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না।

হার্দিক পান্ডিয়ার নেতিবাচক প্রভাব

TOP 3: এই তিন মারাত্মক কারণে আগামী টি-২০ বিশ্বকাপ জিতবে না Team India, ভিলেন হয়ে উঠবেন এই তারকা !! 4

গুজরাট টাইটান্সের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই দলকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন হার্দিক পান্ডিয়া। কোন সন্দেহ নেই এটা একটা বড় সাফল্য। আর এটা দেখেই এবার ভারতের টি-২০ দলের অধিনায়ক করে দেওয়া হয় হার্দিককে। তবে আতস কাঁচের তলায় দেখলে, আহামরি কোন পরীক্ষা ছাড়াই পান্ডিয়ার হাতে এই গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ একটা অন্য মাপের টুর্নামেন্টে। সেখানে তিনি গুজরাট টাইটান্স দলের খেলোয়াড়দের পাশে পাবেন না। তার ওপর মাঠের মধ্যে হার্দিকের ব্যবহার আচারও ভালো নয়। সেটাও একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে দলের ওপর। আর তার জন্য শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ট্রফিটাও হাতছাড়া হয়ে যেত্যে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *