WTC Final 2023: আবারও স্বপ্নভঙ্গ হবে টিম ইন্ডিয়ার, এই ৩ কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ফিরবে খালি হাতে !! 1

WTC Final 2023: ভারতীয় ক্রিকেট দল টানা দ্বিতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। এই চ্যাম্পিয়নশিপের প্রথম মরশুমেও ভারত ফাইনালে উঠেছিল। তবে গতবার নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার ইংল্যান্ডের ওভালে ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যখনই কোন আইসিসি ইভেন্টের ফাইনাল ম্যাচ হয়, সারা বিশ্বে তা নিয়ে আলোচনা হয়। এবারও তার অন্যথা হচ্ছে না।  গতবারের ফাইনাল হারার পর বিস্তর সমালোচনা হয় ভারতীয় দলের। বলা হয়, ধোনি জামানার পর আইসিসি ইভেন্ট জিততে ভুলেই গিয়েছে টিম ইন্ডিয়া। এটা সত্যি যে ভারত পরপর বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এই ধারাটি চলছে বেশ কিছু বছর ধরেই।

গতবছর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই দৃশ্য চোখে পড়ে। এখন বড় প্রশ্ন হল ভারত কি এবার ফাইনালের বাঁধা টপকাতে পারবে? কোন সন্দেহ নেই তারকায় ঠাসা রোহিত শর্মার দল বিশ্বের যে কোন দলকে পর্যুদস্ত করার ক্ষমতা রাখেন। তবে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের হারার মুখ দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এবার দেখে নেওয়া যাক কোন বড় ৩ কারণের জন্য দ্বিতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও তা জিততে পারবে না ভারতীয় দল।

চোটের কারণে টিমের বাইরে তারকা খেলোয়াড়রা

WTC Final 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে WTC 2023 ফাইনাল ম্যাচটি ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে। এই বড় ম্যাচের জন্য ২৪ এপ্রিল ভারতীয় দলও ঘোষণাও করে দেন নির্বাচকরা। সেই সময় দেখা যায় ঋষভ পন্থ, জাসপ্রিত বুমরাহ চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন। তাদের পাশাপাশি শ্রেয়াস আইয়ারও পিঠের চোটের কারণে দলে জায়গা করে নিতে পারেননি। এখন আইপিএল ২০২৩ এর মাঝামাঝি কেএল রাহুল চোটে পড়েছেন এবং যদি তার চোট গুরুতর হয় তবে দলের অসুবিধা আরও বাড়বে।

যা পরিস্থিতি তাতে এখন রোহিত শর্মার জন্য সঠিক প্রথম একাদশ বেছে নিয়ে চ্যাম্পিয়নশিপ জেতা খুব কঠিন হতে চলেছে। শুধু এই নামগুলি নয়, এর সঙ্গে জয়দেব উনাদকাট, উমেশ যাদবের মতো পেসাররাও চোট পেয়ে ছিটকে গিয়েছেন। দেখতে গেলে, অজিদের বিরুদ্ধে এই অ্যাসিড টেস্টে তারকা বোলারদের ছাড়াই মাঠে নামতে হবে রোহিত শর্মার দলকে। আর সেক্ষেত্রে প্যাট কামিন্সদের বিরুদ্ধে একটা আনকোরা বোলিং নিয়ে মাঠে নামবে তারা। তাই খালি চোখে দেখলেই বোঝা যায়, এই প্রতিকূলতা কাটিয়ে উঠে ভারতের পক্ষে জেতাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ফর্মে নেই ভারতীয় ওপেনাররা

WTC Final 2023: আবারও স্বপ্নভঙ্গ হবে টিম ইন্ডিয়ার, এই ৩ কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ফিরবে খালি হাতে !! 2

ক্রিকেটের যে কোন ফর্ম্যাটে অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। এই বিষয়ে কোন দ্বিমতের জায়গা নেই। বছরের পর বছর ধরে তারা এই খেলাটিকে শাসন করেছে। আর এই দাপটের মূল হাতিয়ারই হল তাদের দুর্দান্ত বোলিং লাইন আপ। এই মুহূর্তে অজি দলে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ক্যামেরুন গ্রিনের মতো পেসাররা রয়েছেন। এর পাশাপাশি স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন নাতান লিয়ন। সব মিলিয়ে এই অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ যে কোন ব্যাটিং লাইন আপকে চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। তার ওপর ভারতীয় ওপেনাররা যে ধরণের ফর্মে রয়েছেন তাতে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

রোহিত শর্মার দিকে তাকালেই দেখা যাবে যে ‘হিটম্যান’ এই মুহুর্তে একেবারেই পরিচিত ছন্দে নেই। চলতি আইপিএলে তার ব্যাট থেকে বড় রানের ইনিংস পাওয়া যাচ্ছে না। শুধু আইপিএল নয়, তার আগে ওয়ানডে কিংবা টেস্ট সিরিজেও রান খরার মধ্যে দিয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। তাই ফাইনাল ম্যাচে তার ওপর ভরসা করাটা বোকামোই হবে। দলের অন্য ওপেনার শুভমান গিল চলতি আইপিএলে টুকটাক রান পেলেও, টেস্ট ফর্ম্যাটে কতটা সফল হবে তা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এই ফর্ম্যাটে ঘন্টার পর ঘন্টা ব্যাট করার মানসিকতা তার আছে কিনা তার সঠিক উত্তর নেই কারও কাছে। সব মিলিয়ে এমন একটা নড়বড়ে ওপেনিং জুটি নিয়ে ইংল্যান্ডের পিচে অজি বোলারদের মোকাবিলা করাটা কঠিনতম কাজ হতে চলেছে।

আইপিএলই হবে আসল ‘ভিলেন’

WTC Final 2023: আবারও স্বপ্নভঙ্গ হবে টিম ইন্ডিয়ার, এই ৩ কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ফিরবে খালি হাতে !! 3

এই মুহুর্তে গোটা দেশ আইপিএলে নিয়েই মজে রয়েছে। টি-২০ ক্রিকেটের ধামাকায় এখন সবাই মগ্ন। তবে এটা মিটলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারত। এই ম্যাচের গুরুত্ব আর আগে থেকে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই আইপিএলের এই ধুমধাড়াক্কা ক্রিকেটের পরই সরাসরি টেস্টে ক্রিকেটের সঙ্গে দল কতটা মানিয়ে নিতে পারবে তা একটা বড় প্রশ্ন। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তাতে দলেই মঙ্গল। আর না পারলে বড় বিপদ অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার জন্য।

এই মুহুর্তে ব্যাট হাতে ভালো ফর্মে রয়েছেন বিরাট কোহলি-অজিঙ্কা রাহানেরা। আইপিএলের রানের পাহাড় গড়ে তুলছেন তারা। তবে টেস্ট ক্রিকেটে নেমেই তারা কতটা কী করতে পারবেন  সেটা নিয়ে সন্দেহ থাকছেই। তারওপর দলের ওপেনার তথা অধিনায়ক রোহিত শর্মা একেবারেই ছন্দে নেই। তাই সব মিলিয়ে এই আইপিএলই যদি টেস্ট জয়ের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *