TOP 3 : তিন ক্রিকেটার যারা জিতে নিতে পারে এবারের আইপিএলে সবচেয়ে বেশী ছয় মারার রেকর্ড 1

 

ইতিমধ্যে প্রকাশ‍্যে এসেছে ২০২০’এর আইপিএলের ক্রীড়াসূচী।ইতিমধ্যে টুর্নামেন্ট ভক্তরা জেনে গেছেন তাদের পছন্দের দল গুলো কবে খেলতে নামতে চলেছে তা জেনে গিয়েছে ইতিমধ্যে।সপ্তাহ দুয়েক বাকী নেই এই টুর্নামেন্ট শুরু হওয়ার।দল গুলো শুরু করে দিয়েছে চূড়ান্ত প্রস্তুতি ।

টি টোয়েন্টি ক্রিকেট মানেই চার – ছক্কার হই – চই।লম্বা ছক্কার বন‍্যা বয়ে যায় গোটা টুর্নামেন্ট জুড়ে।বিশ্বের তাবড় ব‍্যাটসম‍্যান থেকে তাবড় বোলার ,উত্তেজনা পরিপূর্ণ ম‍্যাচ গুলোতে তাদের ব্যাটের বাড়িতে গ‍্যালারি পেরিয়ে যায় বল।এই প্রতিবেদনে আমরা লক্ষ‍্য রাখবো এমন তিন ক্রিকেটারের দিকে যারা জিতে নিতে পারেন এবারের আইপিএলের সর্বাধিক ছয় মারার পুরস্কার ।

TOP 3 : তিন ক্রিকেটার যারা জিতে নিতে পারে এবারের আইপিএলে সবচেয়ে বেশী ছয় মারার রেকর্ড 2
১. আন্দ্রে রাসেল

ছয় মারার প্রসঙ্গ উঠলে,সেই প্রসঙ্গে নাম থাকবেনা তারকা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের এমনটা হতে পারেনা।ছয় মারতে জুড়ি মেলা ভার তার।তিনি এবং তার জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার ক্রিস গেইল একমাত্র দুই ক্রিকেটার যারা একটি আইপিএলের মরসুমে মেরেছে ৫০ টির অধীক ছয়।

২০১৯ সালে নিজের ব্যাটিংকে একেবারে অন‍্য পর্যায়ে নিয়ে গেছিলেন রাসেল।গতবার তিনি রেয়াত করেননি বিশ্বের কোনও বোলার কে হেলায় উড়িয়ে দিয়েছেন বাউন্ডারির বাইরে।মেরেছিলেন মোট ৫২ টি ছয়।১৪ ম‍্যাচে।তাই এবার এই পুরস্কার জিততেই পারেন তিনি ।

TOP 3 : তিন ক্রিকেটার যারা জিতে নিতে পারে এবারের আইপিএলে সবচেয়ে বেশী ছয় মারার রেকর্ড 3
২. গ্লেন ম‍্যাক্সওয়েল

এবারের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন হওয়ায় সবচেয়ে বেশী খুশি হয়েছেন যে ক্রিকেটার তিনি হলেন গ্লেন ম‍্যাক্সওয়েল।২০১৪ সালে শেষবারের মতো এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল মরুদেশে।সেই বার তিনটি নব্বই রানের ইনিংস খেলার পাশাপাশি ছয়ের পর ছয় মেরেছিলেন এই অজি ক্রিকেটার।

প্রথম পাঁচ ম‍্যাচে ৩০০ রান করেছিলেন ‘ম‍্যাডম‍্যাক্স ‘ ,৬০ গড়ে।১৬ ম‍্যাচে ৩৬ টা ছয় মেরে তিনি সেইবার জিতে নিয়েছিলেন “ম‍্যাক্সিমাম সিক্সেস এ্যওয়ার্ড “।পেসার থেকে স্পিনারদের খেলতে বেশি সিদ্ধহস্ত ম‍্যাক্সওয়েল,তাই স্বাভাবিক ভাবেই আরব আমিরশাহির পিচ স্পিন সহায়ক হওয়ায় ম‍্যাক্সওয়েলের এবার এই রেকর্ড গড়ার সম্ভাবনা’কে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

TOP 3 : তিন ক্রিকেটার যারা জিতে নিতে পারে এবারের আইপিএলে সবচেয়ে বেশী ছয় মারার রেকর্ড 4
৩. ঋষভ পন্থ

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিলেও পরবর্তী সময়ে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে ব‍্যার্থ হয়েছিলেন ঋষভ পন্থ।তবুও আইপিএলে এই ভারতীয় উইকেট কিপার ব‍্যাটসমান বিস্ফোরক সব ইনিংস খেলতে ওস্তাদ।দিল্লি ক‍্যাপিটালসের হয়ে বিগত কয়েকটি মরসুমে দারুণ সব পারফরম্যান্স দিয়ে এসেছেন তিনি।

২০১৮ সালে এই তরুণ ভারতীয় ক্রিকেটার জিতে নিয়েছিলেন আইপিএলের সর্বাধিক ছয় মারার রেকর্ড।১৪ ম‍্যাচে মেরেছিলেন ৩৭ টি ছয়।গতবছর এই তালিকায় চতুর্থ নম্বর স্থানে নাম ছিলো তার।মেরেছিলেন ২৭ টি ছয়।বিশ্বের যেকোনও বোলিং বিভাগের বিপক্ষে ছয় মারতে সাবলীল পন্থ।এবার আইপিএলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে তারই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *