Use your ← → (arrow) keys to browse
প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে তারা কোনো না কোনোদিন তাদের দেশের জার্সি গায়ে পরে খেলতে নামবেন এবং তার জন্য তারা নিজেদের ক্রিকেটীয় প্রতিভা সব সময় জাতীয় নির্বাচক মন্ডলীর সামনে প্রকাশ করতে চায়। কিন্তু এমন ঘটনাও চোখে পরে যেখানে একজন প্রতিভাবান ক্রিকেটার ভালো পারফর্মেন্স করার পরেও জাতীয় দলে সুযোগ পাবার জন্য বহুদিন অপেক্ষা করে থাকতে হয় এবং এমন একজন ক্রিকেটার যে ক্রমাগত খারাপ পারফর্মেন্স করার পরেও তার সামনে ভারতের হয়ে খেলার রাস্তা খুলে যায়।
এখানে আমরা এমন কিছু ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের বেপারে আলোচনা করবো যারা বিগত ৫বছরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে যেটা অপ্রাপ্যযোগ্য হিসাবে বিবেচনা করা যেতে পারে।
Use your ← → (arrow) keys to browse