ম‍্যাচ জিততে হলে এই দুই ব‍্যাটসমান'কে আজ তাড়াতাড়ি আউট করতেই হবে ,জানালেন ইওন মর্গ‍্যানল 1

বৃহস্পতিবার এবারের আইপিএলে আপাতত অপ্রতিরোধ্য রাজস্থান রয়‍্যালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।গত ম‍্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়ে এবছরের টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে নাইটরা।নাইটদের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব‍্যাট হাতে প‍্যাট কামিন্স এবং বল হাতে শুভমান গিল।

অন‍্যদিকে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য রাজস্থান দল তাদের এখনো অবধি খেলা দুটো ম‍্যাচেই পেরিয়েছে ২০০ রানে গন্ডি।দাপটের সাথে আদায় করে নিয়েছে জয়।ম‍্যাচের আগে নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার ইওন মর্গ‍্যান জানিয়েছেন আজ জিততে হলে আগে ডাগ আউটে ফেরাতেই হবে, এই দুই রাজস্থান রয়‍্যালস ব‍্যাটসমান’কে।কারা তারা ? আসুন দেখে নেওয়া যাক।

ম‍্যাচ জিততে হলে এই দুই ব‍্যাটসমান'কে আজ তাড়াতাড়ি আউট করতেই হবে ,জানালেন ইওন মর্গ‍্যানল 2
বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে সেই দুই ব‍্যাটসমান হলেন সঞ্জু স‍্যামসন এবং জোস বাটলার।তারাই আসলে পথের কাঁটা হয়ে উঠতে পারে আজ নাইটদের জয়ের ক্ষেত্রে।

“আমার মনে হয় ওদের দুজনকে যত তাড়াতাড়ি আউট করবো, ততই আমাদের মঙ্গল, ওরা যদি ২০ ওভার টিকে যায় ,তাহলে ম‍্যাচ হেরে যাবো আমরা।‌বিশেষ করে আমি বাটলার এবং স‍্যামসনের কথা বলছি।

ওদের দলে একাধিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার আছেন।তবে আমরা আজ শুধু নিজেদের খেলার দিকেই নজর রাখবো।যদি আমরা যা চাই ,সেটাকে বাস্তবায়িত করতে পারি ম‍্যাচ চলাকালীন তাহলে ওরা চাপে পড়ে যাবে।” মন্তব্য মর্গ‍্যানের।
ম‍্যাচ জিততে হলে এই দুই ব‍্যাটসমান'কে আজ তাড়াতাড়ি আউট করতেই হবে ,জানালেন ইওন মর্গ‍্যানল 3

এদিন মর্গ‍্যানের কথায় উঠে এসেছে স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চারের প্রসঙ্গ।আজ নাইটদের চিন্তায় ফেলতে পারে আর্চারের বোলিং।নাইটদের এই ইংলিশ তারকা বলেছেন,

” দারুণ ছন্দে আছেন স্টিভ স্মিথ।সীমিত ওভারের সিরিজে দারুণ সাফলতা পেয়েছিলো ওরা সাম্প্রতিক সময়ে।আশা রাখছি ,আমরা আমাদের সেরা দিয়ে দুবাইয়ের মাটিতে প্রথম জয়লাভ করবো।

ওর মতো প্রতিপক্ষ বরাবর কোনও না কোনও চ‍্যালেন্জ ছুড়ে দেয়।ওর ব‍্যাটিং নয় ,বরং ওর বোলিং আমাদের কাছে চ‍্যালেন্জের একটি বিষয় হতে পারে।আশা করি আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আইপিএল খেলছে ও।তাই আবার বলবো আজ আমদের পরিকল্পনা মাফিক এগোতে হবে এই ম‍্যাচে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *