IPL 2025: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যে এবারের নিলামের অন্যতম ‘হটকেক’ হবেন তা নিয়ে দ্বিধা ছিলো না বিশেষজ্ঞদের মনে। মুম্বইয়ের তারকা গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে জিতেছিলেন আইপিএল (IPL)। তাঁর হাত ধরেই এক দশকের অপেক্ষা শেষ হয়েছিলো ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজির। তার পরেও অবশ্য তাঁকে রিটেন করার পথে হাঁটে নি বেগুনি-সোনালী শিবির। সংবাদসংস্থা রেভজস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নাইট সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) ইঙ্গিত করেছিলেন যে আর্থিক বিষয়টি নিয়ে বনিবনা না হওয়াতেই শ্রেয়সকে ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা। ক্রিকেট তারকা নিজেই চেয়েছিলেন নিলামে অংশ নিয়ে নিজের বাজারদর পরীক্ষা করে নিতে। সেই লক্ষ্যে তিনি যে সফল হয়েছেন তা চোখ বুজে বলে দেওয়া যায়। জেড্ডায় অবিশ্বাস্য দড়ি-টানাটানি দলে শ্রেয়সকে নিয়ে।
Read More: এই ৩ কারণের জন্যই KKR’এর ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনাটা ছিল সঠিক সিদ্ধান্ত !!
বিপুল অর্থে পাঞ্জাবে গেলেন শ্রেয়স-
গত বছরের মিনি নিলামে মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স। এতদিন আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন তিনিই। কিন্তু ইতিহাস বদলে দেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রথম ক্রিকেটার হিসেবে ২৫ কোটির গণ্ডী টপকান তিনিই। শ্রেয়সের জন্য প্রথম প্যাডেল তুলেছিলো তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতাই। দাম ১০ কোটি ছাড়ানোর পর সরে দাঁড়ায় তারা। লড়াই শুরু হয় পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালসের মধ্যে। মরিয়া ছিলো দুই পক্ষই। কিন্তু শেষমেশ ২৬ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে প্রীতি জিন্টার পাঞ্জাবেই পা রাখেন তিনি। নয়া কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting)। একটা সময় দিল্লীতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। এবার পাঞ্জাবে ‘রিইউনিয়ন’ হচ্ছে তাঁদের।
১১০.৫০ কোটি টাকার অকশন পার্স সঙ্গে করে জেড্ডায় পা রেখেছিলো পাঞ্জাব কিংস (PBKS)। বাকিদের থেকে অনেক বেশী অর্থ ছিলো তাদের ঝুলিতে। তা খরচ করে ২৫ জনের কোটা সম্পূর্ণ করেছেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়ারা। শ্রেয়স ছাড়াও একাধিক বড় নাম’কে দলে সামিল করেছেন তাঁরা। ১৮ কোটি টাকা খরচ করে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নেওয়া হয়েছে দলে। আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) জন্য আরটিএম বিকল্প ব্যবহার করেছে পাঞ্জাব। তাঁর’ও দর উঠেছে ১৮ কোটি টাকা। ১১ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব দলে নিয়েছে অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস’কে (Marcus Stoinis)। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো ইয়ানসেন, হরপ্রীত ব্রার, জশ ইংলিস-এর মত ক্রিকেটারকেও আগামী আইপিএলে (IPL) দেখা যাবে পাঞ্জাবের জার্সিতেই। দশ বছর প্লে-অফ খেলতে পারে নি তারা। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে এবার মরিয়া পাঞ্জাব।
শ্রেয়সকে স্বাগত জানিয়েছে পাঞ্জাব-
Bombay to Punjab! 🔥#ShreyasIyer #IPL2025Auction #PunjabKings pic.twitter.com/18QrcJzNmH
— Punjab Kings (@PunjabKingsIPL) November 24, 2024
শ্রেয়স নয়, নেতৃত্বে হয়ত ম্যাক্সওয়েল-
এবারের মেগা নিলামে পাঞ্জাব কিংস (PBKS) ৪.২০ কোটিতে সই করিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell)। অস্ট্রেলীয় অলরাউন্ডার এই নিয়ে তৃতীয় বার যোগ দিচ্ছেন প্রীতি জিন্টার দলে। আসন্ন মরসুমে অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পাশাপাশি রয়েছেন তিনিও। অনেকে মনে করছেন ভারতীয় তারকার থেকে দুই কদম এগিয়েই রয়েছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। নেপথ্যে বেশ কিছু কারণও দিচ্ছেন তাঁরা। এর আগে পাঞ্জাবের নেতৃত্ব সামলেছেন তিনি, জানেন ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরের খুঁটিনাটি। যা সুবিধা করে দিতে পারে তাঁকে। এছাড়া কোচ পন্টিং-এর অস্ট্রেলীয় কানেকশন’ও এড়িতে যেতে পারছে না ওয়াকিবহালমহল। বিবিএলে (BBL) মেলবোর্ন স্টারসের নেতা হিসেবে সফল তিনি। ভারতের আইপিএলে (IPL) দাগ কাটতে পারেন কিনা নজর থাকবে সেদিকে।