de-kock-can-lead-kkr-in-ipl-2025

IPL 2025: ২০২৪ মরসুমটা দুর্দান্ত কেটেছিলো কলকাতা নাইট রাইডার্সের। দশ বছরের অপেক্ষার পর আইপিএল (IPL)  ট্রফিএসেছিলো ‘সিটি অফ জয়’-এ। মে মাসের ফাইনালের পর অবশ্য বহু রদবদল হয়েছে ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরে। মেন্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। হেড কোচ হিসেবে তিনি এখন টিম ইন্ডিয়াতে। তাঁর সহকারী হিসেবে নাইট রাইডার্স (KKR) ছেড়ে ভারতীয় দলে যোগ দিয়েছেন অভিষেক নায়ার’ও। ৩১ অক্টোবর আগামী মরসুমের জন্য যে রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো কলকাতা সেখানে ছিলেন না গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ার’ও (Shreyas Iyer)। ট্রফিজয়ী মেন্টর ও অধিনায়ককে ছাড়া কেমন দল গড়ে নাইটরা (KKR) তা নিয়ে আগ্রহ ছিলো ক্রিকেটজনতার মধ্যে।

Read More: IPL 2025: নেতৃত্বে থাকছেন KL রাহুল, স্টার্ক-ব্রুক-অক্ষরদের নিয়ে ধুন্ধুমার একাদশ গড়ছে দিল্লী ক্যাপিটালস !!

নেতৃত্বের দৌড়ে অন্তত দুই ভারতীয়-

Venkatesh Iyer, Rinku Singh and Chandrakant Pandit | IPL | Image: Twitter
Venkatesh Iyer, Rinku Singh and Chandrakant Pandit | Image: Twitter

আরটিএম বা বাইট টু ম্যাচ ব্যবহারের জন্য অপেক্ষা করতে চায় নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা ছয় জন’কে রিটেন করেছিলো। রিঙ্কু সিং, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং ও হর্ষিত রাণা’কে (Harshit Rana) ধরে রাখতে মোট ৫৭ কোটি খরচ হলেও আইপিএলের (IPL) নিয়মের জন্য ১২ কোটি টাকা অতিরিক্ত দিতে হয়েছিলো তাদের। সৌদি আরবের জেড্ডা শহরের মেগা নিলামে তাই ৫১ কোটি টাকা ছিলো নাইটদের (KKR) হাতে। ৫০.৯৫ কোটি খরচ করে নিলাম থেকে আরও ১৫ জন ক্রিকেটারকে দলে সামিল করেছে তারা। ২৫ জনের কোটা সম্পূর্ণ করা সম্ভব হয় নি বেগুনি-সোনালী শিবিরের পক্ষে। ২১ সদস্যের স্কোয়াড গড়েছেন ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান, জয় মেহতা’রা।

শ্রেয়সকে ফিরে পেতে চেষ্টা করেছিলো কলকাতা। কিন্তু আকাশছোঁয়া দরের কারণে তা আর সম্ভব হয় নি। মুম্বইয়ের তারকা হাতছাড়া হওয়ার সাথে সাথেই জল্পনা শুরু হয় আসন্ন মরসুমের অধিনায়ক কে হবেন তা নিয়ে। রিটেনশন তালিকা দেখে অনেকেই মনে করেছিলেন যে রিঙ্কু সিং-কে (Rinku Singh) দেওয়া হতে পারে দায়িত্ব। প্রথম রিটেনশন স্লট ও সর্বোচ্চ ১৩ কোটি টাকা দেওয়া হয়েছিলো উত্তরপ্রদেশের ক্রিকেটারকে। দলমালিকদের সাথে তাঁর সুসম্পর্কের বিষয়টিও উঠে আসছিলো আলোচনায়। কিন্তু মেগা নিলাম পর্বের পর অনেকের ধারণা যে দৌড়ে এগিয়ে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ৫১ কোটির পার্সের প্রায় অর্ধেক টাকা খরচ করে মধ্যপ্রদেশের অলরাউন্ডারকে ফিরিয়েছে নাইট বাহিনী। অধিনায়কের শূন্য আসনে তাঁকে বসানোর ভাবনা না থাকলে এই বিপুল অর্থ খরচ করত না কলকাতা, মত ক্রিকেটমহলের।

ডি কক হতে পারেন অধিনায়ক-

Quinton de Kock | Image: Getty Images
Quinton de Kock | Image: Getty Images

অধিনায়ক পদে রিঙ্কু বা ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) নাম ভাসছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞদের একাংশকে চিন্তায় রাখছে বড় মঞ্চে নেতা হিসেবে তাঁদের অনভিজ্ঞতার বিষয়টি। রাজ্য দলেও নেতা হিসেবে প্রথম পছন্দ নন তাঁরা। আইপিএলে (IPL) এত দেশের এতজন তারকাকে আদৌ সামলাতে পারবেন কিনা তা নিয়ে থাকছে সংশয়। সেই ভাবনা থেকেই কেউ কেউ মনে করছেন যে অভিজ্ঞ ক্যুইন্টন ডি কক’কে (Quinton de Kock) অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হতে পারে ২০২৫-এর আইপিএলের জন্য। এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্যাপ্টেন্সি করেছেন তিনি। দিল্লী, মুম্বই, লক্ষ্ণৌর মত দলের হয়ে এতদিন আইপিএল (IPL) খেলেছেন। এবার ৩ কোটি ৬০ লক্ষের বিনিময়ে যোগ দিয়েছেন নাইট রাইডার্সে। পূর্বে ব্রেন্ডন ম্যাকালাম, ইওন মর্গ্যানের মত বিদেশী কলকাতার নেতৃত্ব সামলেছেন। সেই তালিকার নবতম সংযোজন হতে পারেন ডি কক।

Also Read: IPL 2025: মেগা নিলামে দল পেলেন না একঝাঁক তারকা, প্রতিপক্ষের ঘুম ওড়াতে পারে ‘অবিক্রিত’ একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *