যুবরাজ সিং মানেই দলের ব্যাটিংয়ে ভরসাস্থল। তিনি মানেই ধোঁয়াধার ব্যাটিংয়ের নমুনা পেশ।অনেক বিশেষজ্ঞই সিমীত ওভারের ক্রিকেটে যুবিকে ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনার হিসাবে মনে করেন। কেরিয়ারে অনেক ম্যাচই কার্যত নিজের হাতে দলকে উৎরে দিয়েছেন তিনি।
ক্রিকেটপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ৬ বলে, ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ।বুধবার মুম্বইয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে সেই স্মৃতী উসকে দিয়ে পরপর তিনটি ছয় মারলেন উত্তরাঞ্চলের যুবি।এবার হতভাগ্য বোলারটি হলে সেন্ট্রাল জোনের অনিকেত চৌধুরি।প্রসঙ্গত, ব্রডের পাশাপাশি অতীতে যুবরাজের ব্যাট থেকে পরপর ছয়ের স্বাদ পেয়েছেন সৈয়দ আজমল, ক্রিস জর্ডনরা।
মুস্তাক আলিতে বুধবার মধ্যাঞ্চলের সাত উইকেটে ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নামে নামে উত্তরাঞ্চল।একসময় ম্যাচ জিততে শেষ তিন ওভারে তাদের দরকার হয় ৫২ রান। অর্থাৎ ওভারে ১৭ রানের বেশী করে তুলতে হবে তাদের। কিছুক্ষন আগে মাঠে নামা যুবরাজ সেই সময় বোলার অনিকেতকে ‘সামলানোর’ দায়িত্ব নিয়ে নেন।সেই ওভারে অনিকেতের প্রথম বলটা ডিপ-স্কোয়্যার লেগের ওপর দিয়ে মাঠের বাইরে ফেলে দেন যুবি। পরের বলটিরও মোটামুটি একই হাল করেন দেশের এই তারকা ব্যাটসম্যানটি।পরপর দুটি ছয় খেয়ে বেশ চাপে পড়ে যাওয়া অনিকেতের তৃতীয় বলটি ছিল ওয়াইড। মিড উইকেটের ওপর দিয়ে এই বলটিও গ্যালারিতে ফেলে দেন যুবি।তিনটি ছয় মারার পরে ওভারের শেষ বলটিতে ফের ছয় হাঁকানোর চেষ্টা করেন যুবি। তবে, এক্ষেত্রে ক্যাচ তুলে আউট (৩৩) হয়ে যান তিনি। শেষে ম্যাচটিতে চার রানে জয়লাভ করে মধ্যাঞ্চল।
https://twitter.com/eevinaymani/status/831828858584207365?ref_src=twsrc%5Etfw