আবির্ভাবেই PSL-কে টেক্কা দিলো ভারতের WPL, টাকার অঙ্কে বাবর’কে ছাপিয়ে গেলেন স্মৃতি মন্ধানা !!

ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার জগতে পথিকৃৎ বলা চলে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-কে। ২০০৮ সালে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চালু করেছিলো ভারতীয় বোর্ড। তার দেড় দশক পর মেয়েদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি লীগ চালু করার ভাবনা নিয়েছে বোর্ড। ২০২৩-এ বসবে প্রথম WPL বা উইমেন্স প্রিমিয়া লীগের আসর। ছেলেদের আইপিএল যেমন ক্রিকেট আর বিনোদনের মাঝের দূরত্ব অনেকটা কমিয়ে […]