WPL 2023: “একেই বলে ব্যাঘ্র বিক্রম…” WPL-এর আসর জমালেন হরমনপ্রীত কৌর, মুম্বই অধিনায়কের ব্যাটিং দেখে উৎফুল্ল নেটজনতা !!

WPL 2023: ভারতীয় ক্রিকেটের এক নয়া অধ্যায়ের সূচনা হলো আজ। পুরুষদের আইপিএলের ঠিক দেড় দশক পর পথচলা শুরু করলো মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। যার পোশাকি নাম উইমেন্স প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে WPL। ঘোষণার পর থেকেই এই প্রতিযোগিতা নিয়ে আগ্রহ ছিলো আকাশছোঁয়া। নিলামপর্ব, দলগঠন সব মিটে গিয়েছিলো আগেই। কেবল প্রতীক্ষা ছিলো বাইশ গজে বল পড়ার। সেই […]