WPL 2023, DCW vs MIW, FINAL MATCH: ফাইনালে মুম্বই পল্টনকে টেক্কা দিতে এই দল নিয়ে নামতে চলেছেন মেগ ল্যানিং !!

উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) প্রথম বছরেই দেখা গেল রোমাঞ্চ। অবশেষে টুর্নামেন্টের দুই সেরা দল সামনাসামনি হতে চলেছে আজকের মহা ফাইনালে। মূলত প্রথম থেকেই হারমানপ্রীতের (Harmanpreet Kaur) মুম্বই ইন্ডিয়ান্স বেশ ছন্দ দেখাচ্ছে তো অন্যদিকে মুম্বইকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল দিল্লি দল। দুই দলের প্রথম সাক্ষাতে বাজি মেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু দ্বিতীয় বারের মুখোমুখিতে মুম্বই […]