এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 1

আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট।ইতিমধ্যে প্রতিটি দেশ তাদের বিশ্বকাপের দলের তালিকা প্রকাশ করেছে, তালিকা প্রকাশ করেছে ।কোথাও আছে প্রত‍্যাশিত নাম , আবার কোথাও আছে অবাক করে দেওয়া চমক । এসবের মাঝে প্রতিটি দল তাদের নির্বাচনের ক্ষেত্রে কিছু না কিছু ভুল করেছে, এই সবটাই নিয়ে আলোচনা এই প্রতিবেদনে।

১.মার্ক উড ( ইংল্যান্ড )

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 2

ঘরের মাঠে বিশ্বকাপ, তাই শুরুটা ইংল্যান্ড কে দিয়েই করা যাক।এবারের বিশ্বকাপের দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের পেস বোলার মার্ক উডের।যদিও তার দলে থাকা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।কারন গত চ‍্যাম্পিয়নস ট্রফিতে তার ছন্নছাড়া ফর্ম, এবং ম‍্যাচের গুরুত্বপূর্ণ সময় অযথা রান দেওয়া ভোগান্তি কারন হতে পারে ইংল্যান্ডের এবছর বিশ্বকাপ অভিযানে।দলে প্লান্কেট, ওকসের মতো পেসারদের থাকা সত্ত্বেও তার থাকাটা কতটা জরুরি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।অথচ দলের বাইরে এইমুহুর্তে সবচেয়ে চর্চিত ইংলিশ ক্রিকেটার জোফ্রা আর্চার।সাম্প্রতিক সময়ে তার আইপিএলে ফর্ম ঋতিমতো চমকপ্রদ।বিশ্বকাপের দলে না থাকলেও আর্চার রয়েছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা পাকিস্তান সফরে।সেই সফরের পর কি হয় এখন সেইটাই দেখার।

২. অম্বাতি রায়ডু ( ভারত)

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 3

এখনো ইতিউতি নজর দিলেই লক্ষ্য করা যাচ্ছে ভারতের বিশ্বকাপের দলে রায়ডুর সুযোগ না পাওয়া কে।তার বদলে নির্বাচকমন্ডলী দলে সুযোগ দিয়েছে বিজয় শঙ্কর কে।রায়ডুর বদলে শঙ্কর কেনো ? জবাবে বোর্ডের তরফে জানানো হয়েছিল দলকে ত্রিমাত্রিক ভারসাম্য এনে দেবে শঙ্কর।অর্থাৎ ব‍্যাটে, বলে, ফিল্ডিংয়ে ,তিন ক্ষেত্রেই বাড়তি নিরাপত্তা দেবেন শঙ্কর।যদিও চলতি আইপিএলে একেবারে ফর্মে নেই এই অলরাউন্ডার।এমন একজন আনকোরা ক্রিকেটার কে সুযোগ না দিয়ে রায়ডুকে সুযোগ টা দিলে কি খুব একটা খারাপ হতো।কারন তার বড়ো টুর্নামেন্টে খেলার এক্সপেরিয়েন্সটি কিন্তু অনেকখানি।

৩.পিটার হ‍্যান্ডসকম্ব ( অস্ট্রেলিয়া)এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 4

দল ঘোষণার পর থেকেই খাতায় কলমে ফের অস্ট্রেলিয়া কে শক্তিশালী দেখালেও অজি দল নির্বাচনে একজনের বাদ পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরী হয়েছে এক প্রশ্ন চিহ্ন।তিনি পিটার হ‍্যান্ডসকম্ব।স্মিথ- ওয়ার্নারের বাদ পড়ার পরবর্তী সময়ে অজি দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে এই উইকেট কিপার ব‍্যাটসম‍্যান কে।অথচ বিশ্বকাপের দলে ব্রাত্য তিনি।তার বদলে সুযোগ পেয়েছে আলেক্স ক‍্যারি।কিন্তু হ‍্যান্ডসকম্ব সাম্প্রতিক সময়ে যেভাবে অজি দলে কার্যকারী ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে ক‍্যারি কতটা পেরে উঠবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

৪.টম ব্লান্ডেল ( নিউজিল্যান্ড )এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 5

এবছর বিশ্বকাপের জন্য সবার প্রথমে যে দেশ দল ঘোষনা ক‍রেছে তা নিউজিল্যান্ড।দলের উইকেট কিপার ব‌্যাটসম‍্যান টম ল‍্যাথামের দ্বিতীয় হিসেবে সুযোগ পেয়েছে ব্লান্ডেল।যদিও তার সূযোগ পাওয়া ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।কিউয়িদের হয়ে টেস্ট খেললেও একদিবসীয় ম‍্যাচ খেলার তেমন এক্সপেরিয়েন্স না থাকা সত্বেও তার বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ঘিরে তৈরী হয়েছে প্রশ্নচিহ্ন।

৫.মহম্মদ আমির ( পাকিস্তান)

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 6২০১৭ সালের পাকিস্তান ক্রিকেট দলের চ‌্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মহম্মদ আমির।তার পেস বোলিং নিয়ে নতুন কিছু বলার না নেই, কিন্তু সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হিসেবে এবছরের বিশ্বকাপে পাকিস্তান তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না, কারন ইংল্যান্ডের আবহাওয়ায় আমিরের বল কতটা কার্যকারী ভূমিকা নিতে পারে তার প্রমান এর আগেও পেয়েছি আমরা।

৬.রেজা হেন্ড্রিক্স ( দক্ষিন আফ্রিকা)

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 7

এবছর বিশ্বকাপের সবচেয়ে দুরন্ত পেস এ্যটাক মনে করা হচ্ছে দক্ষিন আফ্রিকা কে।পাশাপাশি দু – প্লেসিস, ,মিলার, মারকাম এর মতো ক্রিকেটার থাকায় দল আরও বাড়তি নিরাপত্তা পেয়েছে।যদিও রেজা হেন্ড্রিক্স এর মতো ওপেনার এইবার সুযোগ না পাওয়ায় ইতিমধ্যে উঠছে প্রশ্ন।কারন সুযোগ পাওয়া হাসিম আমলা যখন একেবারে ছন্দে নেই তখন হেন্ড্রিক্সের মতো ক্রিকেটারকে দলে বিকল্প হিসেবে সুযোগ দেওয়াই যেতো।

৭.দীনেশ চান্দিমাল ( শ্রীলঙ্কা )

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 8

এবারের বিশ্বকাপে এক অদ্ভুত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।প্রসঙ্গত, সাঙ্গাকারা, জয়বর্ধনের মতো একাধিক প্রথম সারির শ্রীলঙ্কান ক্রিকেটার দল ছাড়ার পর এখনও অবধি ছন্দহীন রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।এরই মাঝে তাদের বিশ্বকাপের দল ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন।অধিনায়ক করা হয়েছে করুনারত্নে কে, যেকিনা নিজে শেষ বার ওয়ানডে খেলেছিলেন ২০১৫ এর বিশ্বকাপে।অথচ দল থেকে বাদ একদিনের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা চান্দিমাল এর।

৮. আবু জায়েদ ( বাংলাদেশ )

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 9

একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয়নি অথচ সুযোগ পেয়েছেন বিশ্বকাপের দলে।ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশের পেস বোলার আবু জায়েদের ক্ষেত্রে।ইমরুল কায়েসের বদলে তাকে সুযোগ দেওয়া ঘিরে ইতিমধ্যে তৈরী হয়েছে প্রশ্ন চিহ্নের।

৯. ফ‍্যাবিয়ান আলেন ( ওয়েস্ট ইন্ডিজ )

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 10

দলের প্রথম সারির বেশ কিছু পরিচিত মুখ রয়েছে দলের বাইরে, অথচ দলে সুযোগ হয়েছে আনকোরা ফ‍্যাবিয়ান আলেনের।নামের পাশে অলরাউন্ডার তকমা থাকলেও এখনও অবধি খেলা চার ম‍্যাচে খেলে তেমন কোনও কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি আলেন কে‌।তাই স্বাভাবিক ভাবেই তার দলে থাকা ঘিরে ইতিমধ্যে তৈরী হয়েছে প্রশ্নচিহ্ন।

১০.শাপুর জাদরান ( আফগানিস্তান )

এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুল গুলো করলো 11

২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।অথচ এইবারের দলে জায়গা হয়ে ওঠেনি জাদরানের‌।এক্সপেরিয়েন্সড এই ক্রিকেটারের অভাববোধ ভোগাবে গোটা আফগান দলকে এইবারের বিশ্বকাপে, এমনটাই মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *