ভারতে ফিরছে " বিশ্বকাপ " , আশাবাদী শচীন তেন্ডুলকর‌ 1

ক্রিকেটের ২২ গজে এখন তার অবাধ বিচরণ না থাকলেও এখনো ক্রিকেটে সমান প্রাসঙ্গিক শচীন তেন্ডুলক‌র।বর্তমানে নিজের ক্রিকেট এ্যাকডেমির কাজ নিয়ে খানিকটা ব‍্যস্ত “মাস্টার ব্লাস্টার্স”, সম্প্রতি তার ফাকে একটি সাক্ষাৎকারে এবারের বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন বিরাটদের কাপ জেতার বিষয়ে আশাবাদী তিনি।ভারতে ফিরছে " বিশ্বকাপ " , আশাবাদী শচীন তেন্ডুলকর‌ 2ইংল্যান্ডের মাটিতে খেলাটা সব সময় একটি চ‍্যালেন্জের বিষয়।কিন্তু বিষয়টাকে বর্তমানে তেমন ভাবে দেখেন না শচীন, কারন বর্তমানে প্রায়শই সব দেশের ক্রিকেটারদের সাথেই খেলতে হয় বিরাটদের, তাই স্বাভাবিক ভাবেই গোটা দল ওয়াকিবহাল বিপক্ষের বিষয়ে। এক্ষেত্রে প্রমান হিসাবে তিনি তুলেছেন ভারতের গত চ‍্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ।

ভারতে ফিরছে " বিশ্বকাপ " , আশাবাদী শচীন তেন্ডুলকর‌ 3

ইংল্যান্ডের মাটিতে ঠিক কতটা সমস্যায় পড়তে পারে বিরাটরা? এই প্রশ্নের জবাবে শচীন বলেন,ব‍্যক্তিগত ভাবে তিনি মনে ক‍রেন না মাঠের চরিত্রের খুব একটা বদল ঘটবে, তা একমাত্র হবে যখন ম‍্যাচ চলাকালীন আকাশের ইতি-উতি মেঘের আনাগোনা দেখা দেয়।তখন ব‍্যাটসম‍্যানদের বল ফেস করতে খানিকটা সমস্যা হলেও তা যে খুব একটা মাথা ব‍্যাথার কারন হতে চলেছে এমনটা মনে করেন না তিনি, কারন বর্তমানে সব দেশেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বিরাটদের, তাই বিষয়টি নিয়ে অযথা চিন্তা করার মতো কোন কারন নেই। অন‍্যদিকে এবছর আইপিএলে দারুন পারফরম্যান্স দিচ্ছেন এই বছর বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারা।ধাওয়ান থেকে শুরু করে শামি ,ব‍্যাটে হোক অথবা বলে ,তাদের এই ধরনের পারফরম্যান্স ম‍্যাচের আগে মানসিক ভাবে অনেকটাই এগিয়ে রাখবে বলেই মনে করছেন তিনি।

ভারতে ফিরছে " বিশ্বকাপ " , আশাবাদী শচীন তেন্ডুলকর‌ 4

 

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), ,বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে বিরাট বাহিনী।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধাওয়ান, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *