Use your ← → (arrow) keys to browse
বিশেষ প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটাররা কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও ভাল পারফরমেন্স করেন বলে সুখ্যাতি আছে। আসলে মাঠের বাইরে পারফরমেন্স বলতে তাদের প্রেমকেই বোঝান ভক্তরা। এসব ক্রিকেটারদের সুন্দরী বউ বা বান্ধবীদের নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তবে আমরা তাঁদের যেভাবে দেখতে অভস্ত, সেটা আদৌ সত্যি চেহারা নয়। মেক-আপের আড়ালে লুকিয়ে থাকে অন্য একটি মুখ। সেই চেহারা সহজে ধরা না পড়লেও, মাঝে মধ্যেই ক্যামেরার লেন্সে বন্দী হয়ে যান সেই সেলিব্রিটিরা।
এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু ছবি:
হ্যাজেল কিচ
ব্রিটিশ মডেল হিসাবেই বলিউডে আবির্ভাব ঘটেছিল হ্যাজেলের। সলমন ও করিনার সঙ্গে ‘বডিগার্ড’ ছবিতে অভিনয় দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল তার। আইপিএল-এর পার্টিতেই যুবরাজের সঙ্গে আলাপ হ্যাজেলের। যুবরাজের ক্যানসার চিকিৎসার সময় তার পাশে সবসময় ছিলেন হ্যাজেল।
Use your ← → (arrow) keys to browse