অধিনায়ক ধোনির বিদায়ী ম্যাচ দেখতে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মাহির টানেই মাতোয়ারা দর্শককূল। ৯৭ বলে সেঞ্চুরি করা রাইডু ড্রেসিং রুমের দিকে হাঁটা লাগানোর সময় তখনও মাঠে দেখা মেলেনি ক্যাপ্টেন কুলের। রাইডু তাঁকে হাত দেখিয়ে মাঠে নামার ইঙ্গিত করতেই স্টেডিয়াম জুড়ে ধোনি, ধোনি আওয়াজ।বহুকাল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মাহির এই ধ্বংসাত্মক ব্যাটিং থেকে বঞ্চিত ছিলেন। অধিনায়কত্বের চাপ দিনের পর দিন তাঁর ব্যাটিংকে যেন খোলসের মধ্যে বন্দি করে ফেলেছিলেন মাহি। সত্যিই, আজ যেন ধোনির পুনর্জন্ম হল। তাঁকে খেলতে দেখা গেল সেই আগের মেজাজে। শেষ ওভারে ঝোড়ো ২৩ রান তুলে ধোনি আবারও প্রমাণ করলেন, তাঁর ব্যাটিংয়ের ঝাঁঝ আজও কমেনি।
এদিন অবশ্য জাতীয় দলের নেতার ভূমিকায় শেষ ম্যাচে তিনি দর্শকদের আশাহত করলেন না।৪০ বলে ৬৮ রানের ধামাকাদার ইনিংস মাঠের দর্শকদের উপহার দিলেন। এমএসডি–র ট্রেডমার্ক ইনিংস দেখে আপ্লুত অনুরাগীরা। তবে এই মুহূর্তে চর্চায় ধোনির শেষ ওভারে ২৩ রানের ইনিংসটি।মূলত ধোনির এই ব্যাটিং ঝড়ে ভারতের ‘এ’ দল তিন শ’ পেরিয়েছে। ৪১তম ওভারে উইকেটে এসে শেষ পর্যন্ত ৪০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন ধোনি। তাঁর স্ট্রাইক রেট ১৭০.০০। ইংল্যান্ডের বোলার ক্রিস ওকসের করা ইনিংসের শেষ ওভারে তিনি প্রথম বলে ৬, দ্বিতীয় বলে ৪, তৃতীয় বলে ৪, চতুর্থ বলে ২, পঞ্চম বলে ৬ এবং শেষ বলে ১ রান নিয়ে সর্বমোট ২৩ রান তুলে নেন। তাতে ৫০ ওভারে ভারত ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩০৪। এই ম্যাচে ধোনিকে রানে ফিরতে দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই মারকাটারি ইনিংসের পর সমর্থকদের মুখে একটাই কথা শুনতে পাওয়া গিয়েছে, অধিনায়ক ধোনি ব্যাট হাতে চিরকালই অপরাজিত রয়ে গেলেন।
এখন দেখুন ইনিংসের শেষ ওভারে ধোনির সেই ঝড়ঃ
Dhoni pic.twitter.com/g8aLg2YAh4
— Harbhajan Turbonator (@cricketworms) January 10, 2017