আমেরিকা যুক্তরাষ্ট্রে দশম আইপিএল সম্প্রচার করার সত্ত্ব পেল উত্তর আমেরিকার নামী সম্প্রচার সংস্থা উইলো টিভি। টাইমস ইন্টারনেট নেটওয়ার্কের এই সংস্থা ২০১৪ সালেও আইপিএল সম্প্রচার করেছিল যুক্তরাষ্ট্রে।উইলো টিভির হাত ধরে আমেরিকায় আইপিএল সম্প্রচারের ফলে, রেকর্ড পরিমানে ক্রিকেটের দর্শকের সংখ্যা বেড়েছিল।
২০১৭তে দশম আইপিএল সম্প্রচার করার সত্ত্ব পাওয়ার পর উইলো টিভির সিইও বিজয় শ্রীনিবাসন জানান, দশম আইপিএল সম্প্রচারের ফলে আমেরিকার দর্শকেরা বিশেষ বিনোদনমূলক সময় কাটাতে পারবেন ৫ এপ্রিল থেকে। তিনি বলেন, ‘উইলো টিভি খুবই উচ্ছ্বসিত আমেরিকা যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও তার বাইরে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন মাধ্যমগুলিতে দশম ভিভো আইপিএলের সরাসরি সম্প্রচার করতে পেরে।’ তাঁর দাবি, ‘২০১৬ সালে আইপিএল সরাসরি সম্প্রচার করে ব্যপক সাড়া পাওয়া গিয়েছিল আমেরিকায়। উইলো টিভির টিআরপি অনুযায়ী দেখা গেছে ১.৪ মিলিয়ান বাড়িতে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ দেখা হয়েছে। আমেরিকায় ক্রিকেটের দর্শকের সংখ্যা এভাবে বৃ্দ্ধি পাওয়া নিঃসন্দেহে এক বিশাল ঘটনা। আইপিএল এই ক্রিকেট ফরম্যাটের এক আকর্শনীয় প্রতিযোগীতা। তাই আশা করা যায় এবারে ক্রিকেট দর্শকের বৃদ্ধির পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে।’
এদিকে, ৫ এপ্রিল থেকে আইপিএল তার যাত্রা শুরু করছে। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে হবে প্রথম খেলা। ৪৭ দিন ধরে চলবে ৬০টি ম্যাচ। ২১ মে ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে আকর্শনীয় এই প্রতিযোগীতা। প্রায় দেড় মাস ধরে চলা এই প্রতিযোগীতার জন্য আপাতত মুখিয়ে আছে গোটা আমেরিকা।
২০১৭তে দশম আইপিএল সম্প্রচার করার সত্ত্ব পাওয়ার পর উইলো টিভির সিইও বিজয় শ্রীনিবাসন জানান, দশম আইপিএল সম্প্রচারের ফলে আমেরিকার দর্শকেরা বিশেষ বিনোদনমূলক সময় কাটাতে পারবেন ৫ এপ্রিল থেকে। তিনি বলেন, ‘উইলো টিভি খুবই উচ্ছ্বসিত আমেরিকা যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও তার বাইরে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন মাধ্যমগুলিতে দশম ভিভো আইপিএলের সরাসরি সম্প্রচার করতে পেরে।’ তাঁর দাবি, ‘২০১৬ সালে আইপিএল সরাসরি সম্প্রচার করে ব্যপক সাড়া পাওয়া গিয়েছিল আমেরিকায়। উইলো টিভির টিআরপি অনুযায়ী দেখা গেছে ১.৪ মিলিয়ান বাড়িতে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ দেখা হয়েছে। আমেরিকায় ক্রিকেটের দর্শকের সংখ্যা এভাবে বৃ্দ্ধি পাওয়া নিঃসন্দেহে এক বিশাল ঘটনা। আইপিএল এই ক্রিকেট ফরম্যাটের এক আকর্শনীয় প্রতিযোগীতা। তাই আশা করা যায় এবারে ক্রিকেট দর্শকের বৃদ্ধির পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে।’
এদিকে, ৫ এপ্রিল থেকে আইপিএল তার যাত্রা শুরু করছে। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে হবে প্রথম খেলা। ৪৭ দিন ধরে চলবে ৬০টি ম্যাচ। ২১ মে ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে আকর্শনীয় এই প্রতিযোগীতা। প্রায় দেড় মাস ধরে চলা এই প্রতিযোগীতার জন্য আপাতত মুখিয়ে আছে গোটা আমেরিকা।