Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

সবাইকে চমকে দিয়ে বুধবার রাতে ভারতের একদিনের ও টি-২০ আন্তর্জাতিক দলের অধিনায়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রসঙ্গত, দু’বছর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেলবোর্ন টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচিয়ে উঠে গোটাবিশ্বকে স্তব্ধ করে দিয়ে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলনে তৎকালীন ভারত অধিনায়ক ধোনি। সিরিজের একটা টেস্ট বাকি থাকতে, মাঝপথেই তিনি এই বিশেষ ঘোষণাটি করেছিলেন।আর এবার আরও বর্ণহীণ, আরও উদাসীন ভাবে একদিনের ও টি-২০ আন্তর্জাতিক দলের নেতৃত্ব ছাড়লেন তিনি।আর সেটাও কোনও প্রেস মিটে নয়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়। রঞ্জি সেমিফাইনালে ঝাড়খন্ড-গুজরাট ম্যাচের পরেই জীবনের এই কঠিনতম সিদ্ধান্তটি নিয়ে ফেলেন মাহি।

এরপরে মোটামুটি এটা পরিস্কার হয়ে গিয়েছে যে, বড় কোনও অঘটন না ঘটলে ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেই একদিনের দলের অধিনায়ক হিসাবে বেছে নেবে বিসিসিআই। বিরাট তো বটেই, তবে এমন আরও দু’জন ক্রিকেটার রয়েছেন যাদেরকে ধোনির জায়গায় ভারতের একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে। একনজরে ভারতীয় একদিনের আন্তর্জাতিক দলের সম্ভাব্য অধিনায়ক হিসাবে এই তিনজনের কথা ঝালিয়ে নেওয়া যাক–

Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

KKRvsRR: কেমন হবে প্লেয়িং ইলেভেন, জেনে নিন ডুই অর ডাই ম্যাচ কার পাল্লা ভারি

KKRvsRR: কেমন হবে প্লেয়িং ইলেভেন, জেনে নিন ডুই অর ডাই ম্যাচ কার পাল্লা ভারি
২৫ এপ্রিল বৃহস্পতিবার আইপিএল ২০১৯ এর ৪৩তম লীগ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স...

RCBvsKXIP: জয়ের পর বিরাট কোহলি বললে এই খেলোয়াড় তাদের দলকে দেন ভারসাম্য

RCBvsKXIP: জয়ের পর বিরাট কোহলি বললে এই খেলোয়াড় তাদের দলকে দেন ভারসাম্য
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলে লাগাতার তৃতীয় জয় হাসিল করে ফেলেছে। এই দল টুর্নামেন্টের ৪২তম ম্যাচে কিংস ইলেভেন...

RCBvsKKIP: রবিচন্দ্রন অশ্বিন বললেন নিজের দলের লাগাতার তিন হারের আসল কারণ

আরসিবির দল আইপিএল ২০১৯ এর ৪২তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব দলকে ১৭ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই...

STATS: ম্যাচে হল ৯টি রেকর্ডস, ডেভিলিয়র্স-রাহুল গড়লেন বেশ কিছু বিশ্বরেকর্ড

আরসিবির দল আইপিএল ২০১৯ এর ৪২তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব দলকে ১৭ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই...

WATCH: ওয়াটসনের ছেলে বাবাকে ছেড়ে এই ভারতীয় খেলোয়াড়কে বলল পছন্দের খেলোয়াড়

WATCH: ওয়াটসনের ছেলে বাবাকে ছেড়ে এই ভারতীয় খেলোয়াড়কে বলল পছন্দের খেলোয়াড়
চেন্নাই সুপার কিংসের জন্য এই আইপিএল এখনো পর্যন্ত ভীষণই ভাল গিয়েছে। চেন্নাইয়ের দল এখনো পর্যন্ত ১১টি ম্যাচ...