Use your ← → (arrow) keys to browse
এবছরই তাদের শেষ আইপিএল যাত্রা। তাই নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টসের আধিকারিকরা। তারই ফলস্বরূপ এবছর আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার বেন স্টোকস তাদের ঝুলিতে। ২০১৭ আইপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া পুনে দলটি ধোনির মত অভিজ্ঞ অধিনায়ককেও সরিয়ে দিয়েছে, যাতে সে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। সব কিছুই ঠিক চলতে চলতে হল এক ছন্দপতন। দলের প্রধান স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের না থাকায় ব্যাপক চাপে পড়ে যায় পুনে। একটানা চারটে সিরিজ খেলার জন্য তাঁর শরীরের উপর বেশ প্রভাব ফেলেছে। কাঁধে চোটও পেয়েছেন অশ্বিন। তাই তাঁকে এবছর আইপিএলে দেখা যাবে না। তাহলে কে হতে পারে অশ্বিনের পরিবর্ত। এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত সম্ভাবনাগুলি।
Use your ← → (arrow) keys to browse