ম্যাচ চলাকালীনই ভারত ও অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটাররা করলেন দারুণ খুনসুটি, দেখুন ভিডিও 1

আজ অর্থাৎ রবিবার এই মুহুর্তে সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলা হচ্ছে। টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হওয়ার পর ভারতীয় দল এই ম্যাচ জিতে সিরিজ সমতায় নিয়ে আসতে চাইবে। আর সেই মত প্রত্যয়ী হয়ে মাঠে নেমেছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

Live Score, India vs Australia (IND vs AUS) 2nd ODI: Smith, Labuschagne  strong as Hardik returns to bowl - India Today

যদিও গত ম্যাচের মত আবারও দাপটের সাথে ব্যাটিং করা শুরু করেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ বেশ দাপটের সাথে খেলছেন ভারতীয় বোলারদের। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল কিংবা নভদীপ সাইনি, কেউই পিচ থেকে বিন্দুমাত্র সহায়তা পাচ্ছেন না। এমন চাপের অবস্থার মধ্যে ম্যাচ চলাকালীনই খুনসুটিতে মেতে উঠলেন দুই দলের ক্রিকেটাররা।

India vs Australia 2nd ODI Live Streaming, Ind vs Aus 2nd ODI Live Cricket  Score Streaming Online on Sony Ten 1 and 3, Sony Liv, Sony Six, DD Sports

ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চ হঠাতই বাজে একটি বিমারে পেটের দিকে বড় চোট পান। সেই সময় ফিঞ্চকে দেখতে হাজির হয়েছিলেন তার ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নার। হাজির হয়েছিলেন ভারতীয় দলের উইকেটকিপার কে এল রাহুল এবং স্পিনার যুজবেন্দ্র চাহাল। এমন অবস্থায় রাহুল ফিঞ্চের পেটে হাত বোলাতে গেলে ফিঞ্চ তেড়ে গিয়ে মারতে যান রাহুলকে। যদিও সেটি মজার ছলেই হয়েছে, তা ভিডিওতে স্পষ্ট। দুই দলের ক্রিকেটাররাই হাসাহাসি করছিলেন এই বিষয়টি নিয়ে।

বর্তমানে আইপিএল এর প্রভাবে ভিনদেশের ক্রিকেটাররা একে অপরের সাথে খুবই পরিচিত। যদিও কে এল রাহুল কিংস ইলেভেন পাঞ্জাব এবং অ্যারন ফিঞ্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য, কিন্তু আইপিএল এর এই মহা মিলনের মঞ্চে যেন প্রত্যেকেই একে অপরের ঘনিষ্ট বন্ধু। আর তারই প্রমাণ মিলল এই ম্যাচ।

India vs Australia, 2nd ODI Sydney Cricket Ground Live Streaming Details:  Where to Watch

এই রিপোর্ট লেখার সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ৩৯ ওভারে ২৬২/২। মহম্মদ শামির বলে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার অ্যারন ফিঞ্চ আউট হন ৬০ রানে। এদিকে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ডাইরেক্ট হিটে রান আউট হন ডেভিড ওয়ার্নার। এই মুহুর্তে সাবলীল ভঙ্গিতে ব্যাট করছেন স্টিভ স্মিথ (৫১ বলে ৭৫) এবং মার্নাস লাবুশানে (৩৮ বলে ৩৮)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *