এই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মনে করছেন ভিভিএস লক্ষণ ! 1

বর্তমানে দেশের অন‍্যতম উদীয়মান ক্রিকেট তারকা ঋষভ পন্থ। ধোনির অবসরের পর উইকেটের পিছনে অন‍্যতম দায়িত্ব যাচ্ছে তারই হাতে, এমনটাই মনে করা হচ্ছে।  এবার তাকেই দেশের ভবিষ্যৎ এর অন‍্যতম তারকা মনে করছেন প্রাক্তন তারকা ভিভিএস লক্ষণ। এবছর দিল্লির হয়ে একের পর এক ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স দিতে দেখা গেছে পন্থকে। এমনকি এলিমিনেটর থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ কে ছিটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।এই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মনে করছেন ভিভিএস লক্ষণ ! 2সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবারের বিশ্বকাপের জন্য ১৫ জনের টীম। সাম্প্রতিক সময়ের ফর্মের কথা মাথায় রেখে সবাই আশা করেছিলো এবার দলে থাকতে চলেছেন দেশের বর্তমান উদীয়মান তারকা ঋষভ। কিন্তু সকলকে অবাক করে তার বদলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। এবিষয়ে নির্বাচকমন্ডলীর প্রধান এম এস কে প্রসাদ। শুধু মাত্র অভিজ্ঞতার জন্যে দলের সুযোগ পাওয়ার দৈড়ে ঋষভকে পিছিয়েছে কার্তিক। এছাড়া আর কোনও কারন নেই ঋষভের সুযোগ না পাওয়ায। যদিও তার এমন যুক্তি মনোঃপুত হয়নি কারোরই।এই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মনে করছেন ভিভিএস লক্ষণ ! 3অন‍্যদিকে চলতি আইপিএলে দুইজনের ফর্ম বিচার করলে সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে পন্থ। এবছর দিল্লির হয়ে প্রায় প্রতি ম‍্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে। এমনকি দিল্লিকে কোয়ালিফায়ারে সুযোগ ক‍রিয়ে দিতে ও তার অবদান গুরুত্বপূর্ণ। অন‍্যদিকে এবছর আইপিএলে দাগ কাটতে ব‍্যার্থ দীনেশ কার্তিক।কলকাতার হয়ে ব‍্যাটিংয়ে যেমন দাগ কাটতে ব‍্যার্থ ঠিক তেমনই তার অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যে উঠেছে প্রশ্ন।এই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মনে করছেন ভিভিএস লক্ষণ ! 4প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা। এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ(২৭ শে জুন), বাংলাদেশ (২ রা জুলাই), শ্রীলঙ্কা (৬ ই জুলাই) মুখোমুখি হবে বিরাট বাহিনী।

 একনজরে এবারের ভারতীয় ক্রিকেট টীম :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), শিখর ধবন, রাহুল, বিজয় শংকর, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, যুজুবেন্দ্র চহেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *