কোহলির সাফল্যের নেপথ্যে নাকি এই আধ্যাত্মিক গুরুর হাত! 1

 

বাংলাদেশের বিরুদ্ধে চলতি এক ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ইনিংসে (২০৪ রানের ইনিংস)ডবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে রানের পাহাড়ে টেনে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেও একটা নতুন রেকর্ডের জন্ম দিলেন।পর পর চারটি টেস্টে দ্বিশতরান করে পিছনে ফেলে দিয়েছেন সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান সহ রাহুল দ্রাবিড়কে।এর আগে ব্র্যাডম্যান ও দ্রাবিড় দু’জনেরই টানা তিনটি সিরিজে ডাবল সে়ঞ্চুরির রেকর্ড ছিল। এমন একটা সুখকর মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের নেতা কোহলির সাফল্যে ভাগ বসালেন ভারতের আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম।বিতর্কীত এই আধ্যাত্মিক গুরুর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ধারাবাহিকভাবে এতো ভালো খেলে চলেছেন শুধুমাত্র তাঁরই কেরামাতির জোরে।

বিরাটের পারফরম্যান্সের গোপন রহস্য পানীয় জল – যার দাম শুনলে আঁতকে উঠবেন!

সম্প্রতি, বলিউডের এক গসিপ ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে গুরমিত রাম রহিম দাবী করেছেন, কোহলির সাম্প্রতিক ফর্মের ওপর তাঁর হাত রয়েছে। তিনি বলেন, ‘বিরাট কোহলির ইনিংসের শুরু ভালো করেও বার বার কেমন যেন আউট হয়ে যাচ্ছিল। আমি তখন ওকে মাঠে অনুশীলনের সময় বাড়াতে বলি। আমি জানি, ও এতেই সাফল্য পেয়েছে।’মেসেঞ্জার অফ গড’ গুরমিত রহিম আরও দাবী করেছেন, ২০০৮ সালে কোহলি ভারতীয় দলে চান্স পাওয়ার পরও কোহলি নাকি তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন।আর তখন থেকেই তাদের মাঝে যোগাযোগ! যদিও অনেকে জানিয়েছেন, শুধুমাত্র সংবাদের শিরোনামে আসতে আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম এই বিতর্কিত মন্তব্য করছেন।তিনি অকারণেই কোহলির সাফল্যে ভাগ বসাতে এমন মন্তব্য করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *