ভারতীয় টিমের কোচ নয় বরং এই পদের জন্য আগ্রহী বীরেন্দ্র শেওয়াগ ! 1

এর আগে বিরাটদের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। এইবার নিজের ইচ্ছার বদল ঘটালেন তিনি। জানালেন কোচ নয়, ভারতীয় ক্রিকেট দলের উন্নতির স্বার্থে পরবর্তী সময়ে নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হতে চান তিনি। একসময় ভারতীয় ক্রিকেট দলের অন‍্যতম চার স্তম্ভ ছিলেন শচীন, সৌরভ, দ্রাবিড়, লক্ষন। পরবর্তী সময়ে দলে সারপ্রাইজ প‍্যাকেজ হিসেবে অবতীর্ণ হন বীরেন্দ্র শেওয়াগ।নির্ভয় যিনি বিপক্ষের বোলারদের মারতেন বাউন্ডারি। ক্রিকেট জীবনে বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়েছেন বীরু স্বমেজাজে। এবং অবশেষে ২০১৫ সালে ২০ শে অক্টোবর অবসর নেন তিনি।

ভারতীয় টিমের কোচ নয় বরং এই পদের জন্য আগ্রহী বীরেন্দ্র শেওয়াগ ! 2

নিজের ধুরন্ধর ব‍্যাটিংয়ে দর্শকদের মনোরঞ্জন দেওয়া বীরু বর্তমানে ইচ্ছে প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রজন্মকে দিশা দেখানোর। তুলে আনতে চান প্রতিভাবান তারকা ক্রিকেটারদের যারা পরবর্তী সময়ে প্রতিনিধিত্ব করবেন ভারতীয় ক্রিকেট দলকে। খেলা ছাড়ার পর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মেন্টরের ভূমিকায় দেখা গেছিলো ভারতের এই মারকুটে ব‍্যাটসম‍্যানকে। একসময় ভারতের কোচ হওয়ার এ্যপ্লিকেশন জমা করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দফতরে।

সম্প্রতি একটি টুইটে নির্বাচক হওয়ার ইচ্ছে প্রকাশ করেন বিরু। সেখানে তিনি লেখেন, আমি নির্বাচক হতে চাই, কে আমায় সুযোগ দেবেন ?

এই মুহূর্তে মুখ‍্য নির্বাচকের ভূমিকায় আছেন এম এস কে প্রসাদ। এছাড়াও তার সাথে আছেন দেবাং গান্ধী, শরনদীপ সিং, জতীন পারাঞ্জাবে এবং গগন খোড়া। তারা প্রত‍্যেকেই বিশ্বকাপ চলাকালীন খবরের শিরোনামে এসেছিলো দলে রায়ডু সুযোগ না পেলে।

ভারতীয় টিমের কোচ নয় বরং এই পদের জন্য আগ্রহী বীরেন্দ্র শেওয়াগ ! 3
Former India cricketer Virender Sehwag. (File Photo: IANS)

২০১৩ সালে শেষ টেস্ট খেলেছিলেন বীরেন্দ্র শেওয়াগ। ২০১৫ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১০৪ টি টেস্ট,২৫১ টি একদিবসীয় ম‍্যাচ এবং ১৯ টা টি টোয়েন্টি ম‍্যাচে ।একমাত্র ভারতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে টেস্টে দুটো ত্রিশতরান করার রেকর্ড রয়েছে তার দখলে।

একসময়ের গোটা বিশ্বের বোলারদের অন‍্যতম চিন্তার কারণ হয়ে ওঠা বিরুর ইচ্ছে কে কিভাবে দেখে বোর্ড কর্তারা এখন সেইটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *