আসন্ন বিশ্বকাপে দলে এই ক্রিকেটারের অভাব বোধ করবে বিরাটরা, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় 1
Mumbai: BCCI Cricket Advisory Committee (CAC) members Sourav Ganguly, VVS Laxman and BCCI acting secretary Amitabh Choudhary during a press conference regarding the Indian cricket team coach selection, in Mumbai on Monday. PTI Photo by Santosh Hirlekar (PTI7_10_2017_000170B)

এবছর আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস হাত ধরে প্রত‍্যাবর্তন হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।অন‍্যান‍্য বছর গুলোর ন‍্যায় এবার দিল্লির পারফরম্যান্স গ্রাফ অনেকটটাই উদ্ধমুখী।শেষ চারে পৌঁছে কাপ জয়ের সম্ভাবনা কে দৃঢ় করে তুললেও পরবর্তী সময়ে টুর্নামেন্টের তিন নম্বর দল হয়ে থামতে হয় শ্রেয়স আইয়ার দের ।

INDvAUS: পঞ্চম ওয়ানডের আগে সৌরভ গাঙ্গুলী করলেন বিজেতা দলের ভবিষ্যতবাণী, এই দল জিতবে সিরিজ

অনেকেই দিল্লির এই দুরন্ত রদবদলের পিছনে সৌরভ – পন্টিং এর যুগলবন্দীর সমান গুরুত্ব আছে বলেই মনে করেন।নিজেদের ক্রিকেট জীবনে একে অপরের চিরশত্রু এই দুই ক্রিকেটার আইপিএলে দিল্লির উন্নতি সাধনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে।প্রসঙ্গত, এবছর দিল্লির হয়ে একাধিক ম‍্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছিলো ঋষভ পন্থকে।দলের মেন্টর হওয়ার দরুন অনেকটা কাছ থেকে দেখেছেন এই ক্রিকেটারকে দাদা।আর তার অভাব এবার বিশ্বকাপে বোধ করতে চলেছে বিরাটরা এমনটাই মনে করেন তিনি, যদিও কার বদলে দলে তার সুযোগ পাওয়া উচিত ছিলো সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন এই প্রাক্তন ভারত অধিনায়ক।

আসন্ন বিশ্বকাপে দলে এই ক্রিকেটারের অভাব বোধ করবে বিরাটরা, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় 2

প্রসঙ্গত, সম্প্রতি ঘোষণা করা হয়েছিল এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের তালিকা। সাম্প্রতিক সময়ের ফর্মের কথা মাথায় রেখে সবাই আশা করেছিলো এবার দলে থাকতে চলেছেন দেশের বর্তমান উদীয়মান তারকা ঋষভ।কিন্তু সকলকে অবাক করে তার বদলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক।এবিষয়ে নির্বাচকমন্ডলীর প্রধান এম এস কে প্রসাদ ।শুধু মাত্র অভিজ্ঞতার জন্যে দলের সুযোগ পাওয়ার দৈড়ে ঋষভকে পিছিয়েছে কার্তিক।এছাড়া আর কোনও কারন নেই ঋষভের সুযোগ না পাওয়ায।যদিও তার এমন যুক্তি মনোঃপুত হয়নি কারোরই।

আসন্ন বিশ্বকাপে দলে এই ক্রিকেটারের অভাব বোধ করবে বিরাটরা, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় 3

অন‍্যদিকে চলতি আইপিএলে দুইজনের ফর্ম বিচার করলে সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে পন্থ।এবছর দিল্লির হয়ে প্রায় প্রতি ম‍্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে, এমনকি দিল্লিকে কোয়ালিফায়ারে সুযোগ ক‍রিয়ে দিতে ও তার অবদান গুরুত্বপূর্ণ, অন‍্যদিকে এবছর আইপিএলে দাগ কাটতে ব‍্যার্থ দীনেশ কার্তিক।কলকাতার হয়ে ব‍্যাটিংয়ে যেমন দাগ কাটতে ব‍্যার্থ ঠিক তেমনই তার অধিনায়কত্ব নিয়ে উঠেছিলো প্রশ্ন।

আইপিএলে প্রথম ডবল সেঞ্চুরিয়ান করতে পারেন রোহিত: সৌরভ গাঙ্গুলী

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই(, শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

আসন্ন বিশ্বকাপে দলে এই ক্রিকেটারের অভাব বোধ করবে বিরাটরা, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় 4

 

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক),ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *