রবি শাস্ত্রীকেই আবারো ভারতীয় দলের কোচ হতে দেখতে চান বিরাট কোহলি

ভারতীয় দলের নতুন কোচের জন্য বিসিসিআই আবেদন চেয়ে পাঠিয়েছিল। আবেদন করার শেষ তারিখ আজ অর্থাৎ ৩০ জুলাই। তার আগে দল আজ ওয়েস্টইন্ডিজ সফরের জন্য রওনা হয়ে গিয়েছে। রবি শাস্ত্রীর কার্যকাল বিশ্বকাপ পর্যন্তই ছিল কিন্তু তা ৪৫ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন কোচ এই সফরের পর থেকে কার্যভার সামলাবেন।

সিএসি বানানো হয়েছে

রবি শাস্ত্রীকেই আবারো ভারতীয় দলের কোচ হতে দেখতে চান বিরাট কোহলি 1

ভারতীয় দলের নতুন প্রধান কোচ নির্বাচন করবে সিএসি। এর আগে এই সিএসি কমিটিতে শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণ ছিলেন।, এবারের কমিটিতে রয়েছেন কপিলদেব, অংশুমান গায়কোয়াড় আর শান্তা রঙ্গাস্বামী। এখনো পর্যন্ত কারা কারা এই প্রধান কোচের পদের জন্য আবেদন করেছেন সেটা পরিস্কার হয়নি। রবিন সিং আবেদন করার ব্যাপারে অবশ্যই খোলসা করেছেন কিন্তু টম মুডি আর মাহেলা জয়বর্ধনের আবেদনেরও রিপোর্ট আসছে।

বিরাটকে করা হয় প্রশ্ন

রবি শাস্ত্রীকেই আবারো ভারতীয় দলের কোচ হতে দেখতে চান বিরাট কোহলি 2

ওয়েস্টইন্ডিজ রওনা হওয়ার আগে বিরাট কোহলিকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি রবি শাস্ত্রীকে আবারো দলের কোচ হতে দেখতে চান? এর জবাবে বিরাট বলেন,

“সিএসি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেনি। যদি তারা আমার রায় চান তো আমি অবশ্যই দেব,। রবি ভাইয়ের সঙ্গে দলের ভাল বন্ডিং রয়েছে আর দল হিসেবে আমরা দলের জন্য ভাল প্রদর্শন করেছি। আমরা যথেষ্ট খুশি হব যদি তিনি কোচ থেকে যান। কিন্তু এটা সিএসির উপর নির্ভর করবে। এখনো পর্যন্ত আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি”।

শাস্ত্রীর দাবী মজবুত

রবি শাস্ত্রীকেই আবারো ভারতীয় দলের কোচ হতে দেখতে চান বিরাট কোহলি 3

মিডিয়ায় আসা রিপোর্টকে ধরা হলে রবি শাস্ত্রীকে আরো একবার ভারতীয় দলের কোচ করা হতে পারে। তার কোচ থাকার সময় ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে অবশ্য হারতে হয়েছে কিন্তু দল গত দু বছর ধরে লাগাতার ভাল খেলেছে। এই বছরের শুরুতে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে তাদেরই দেশে প্রথমবার টেস্ট সিরিজে হারিয়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *