বিরাট কোহলি এই ক্রিকেটারকে বললেন বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার ! 1

বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলো ভারত।বাংলাদেশ কে হারিয়ে এদিন সেমিফাইনাল যাওয়ার হ‍্যাটট্রিক গড়লো ” মেন ইন ব্লু “। অন‍্যদিনের ন‍্যায় এদিন ও দারুণ ছন্দে পাওয়া গেলো রোহিত শর্মাকে। এবছর বিশ্বকাপের শুরু থেকেই দারুন ছন্দে আছেন রোহিত।তার এমন ফর্মে থাকাটা নির্ভরতা দিচ্ছে বিরাটের দলকে, পাশাপাশি স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীদের আরও একটি বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার।

বিরাট কোহলি এই ক্রিকেটারকে বললেন বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার ! 2

 

এদিন ফের আরও একটি ঝকঝকে সেন্চুরি এলো রোহিতের ব‍্যাট থেকে।এই নিয়ে চলতি বিশ্বকাপে চারটি শতরান করে ফেললেন এই ব‍্যাটসম‍্যান।এদিন তার ব‍্যাট থেকে এলো ৯২ বলে ১০৪ রানের ইনিংস।এই মুহূর্তে সাত ম‍্যাচে খেলে রোহিতের রান সংখ্যা ৫৪৪।সাথে আছে চারটি শতরান এবং একটি অর্ধশতরান।চলতি টুর্নামেন্টের রান সংগ্রাহকের তালিকায় আছেন রোহিত।

ম‍্যাচের শেষে দলের সহ অধিনায়কের প্রশংসায় মাতলেন বিরাট কোহলি।বললেন এই মুহূর্তে বিশ্বের সেরা একদিবসীয় ক্রিকেটারের তকমাটি তিনি রোহিত কেই দিলেন।জানিয়েছেন গত কয়েক বছর ধরে একসাথে খেলার সূত্রে তিনি রোহিতকে কাছ থেকে দেখছেন, নিজেকে এখন এক অন‍্য মাত্রায় নিয়ে গেছেন ” হিটম‍্যান ” । তার খেলা গোটা দল উপভোগ করে বলেই জানিয়েছেন বিরাট।

বিরাট কোহলি এই ক্রিকেটারকে বললেন বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার ! 3

একদিকে যেমন ব‍্যাট হাতে বাংলাদেশের বোলারদের কার্যত নাকানি-চোবানি খাওয়ালেন রোহিত, অন‍্যদিকে তাদের ব‍্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ।এদিন তার বিষয়ে কোহলির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এইমুহূর্তে দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ বোলার বুমরাহ, তাই ম‍্যাচে তাকে প্রথম চার ওভার বোলিং করানোর পর তাকে ম‍্যাচের পরবর্তী গুরুত্বপূর্ণ ওভার গুলোর জন্য রেখে দিয়েছিলেন।এমন বিশ্বমানের একজন বোলারকে দলে পেয়ে স্বভাবতই খুশী কোহলি।

বিরাট কোহলি এই ক্রিকেটারকে বললেন বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার ! 4

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল।হিসাবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলো ভারত।শাকিবদের বিরুদ্ধে ম‍্যাচে এদিন দল নিয়ে খানিকটা পরীক্ষা নীরিক্ষা করেছিলেন বিরাট।মাত্র পাঁচ বোলার নিয়ে এদিন মাঠে নেমেছিলেন বিরাট।জানিয়েছেন দলে স্বার্থে ঝুঁকি নিয়েছিলেন তিনি এদিন।যদিও তার দল তাকে নিরাশ করেনি।

মাঠে কোহলিদের হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন শয়ে শয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।গোটা ম‍্যাচ জুড়ে একই রকম ভাবে কোহলিদের হয়ে গলা ফাটিয়েছেন তারা।ম‍্যাচ জয়ের পর তাদের ও ধন্যবাদ জানিয়েছেন ভারত অধিনায়ক।আগামী ছয় জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে বিরাটরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *