বিরাট কোহলিকে নিয়ে তাঁর সতীর্থ ওয়াটসন যা বললেন... 1

বিরাট কোহলির লড়াকু মানষিকতা ও ম্যাচ জেতার খিদে, এই দুটোই ক্রিকেটের ময়দানে লক্ষ্য করা গেছে। এমনকী এবিষয়ে তাঁর সতীর্থরাও বেশ ওয়াকিবহাল। বর্তমানে তিনি বিশ্বের একজন নামী ব্যাটসম্যান। পাশাপাশি অধিনায়কত্বের দৌড়েও তিনি তিনি পিছনে ফেলতে চাইছেন তাঁর সমসায়িকদের। বিপক্ষের চোখে চোখ রেখে বাইশগজে লড়ে যাওয় হয়ত কোহলিকে দেখেই শেখা উচিত। এবার এই অধিনায়কের অদম্য ইচ্ছা ও জেতার নেশা নিয়ে বেশকিছু অজানা তথ্য সামনে আনলেন শেন ওয়াটসন।

বিশ্বকাপ ফাইনালের স্মৃতি উসকে ঝাড়খন্ডকে সেমিফাইনালে নিয়ে গেল ধোনি


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অজি অলরাউন্ডার ওয়াটসন বহুদিন ধরেই কোহলির রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য। আইপিএলে কোহলির নেতৃ্ত্বে বহু হার জিতের সাক্ষী তিনি। তাঁর কাছ থেকেই জানা গেল অধিনায়ক কোহ্লি সম্পর্কে কিছু অজানা তথ্য।একটি ভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াটসন বলেন, ‘কোহলি নিজের দলের সবাইকে তাঁর মত বলেই মনে করে। যেটা একটা দলের অধিনায়ক হিসেবে ও ভারতীয় দলের জন্য খুবই ভাল। কারণ ও নিজের দলের সতীর্থদের কাছ থেকে অনেক কিছু আশা করে।’ একটি দলে অধিনায়ক যখন সবাইকেই সমান গুরুত্ব দেয় এবং সবাইকেই নিজের মত ভাবে, তখনই হয়ত দলের প্রতিটি ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বের করে আনা সম্ভব। দলের কোনও সদস্যকে কঠিন অবস্থা থেকে বের করে আনার জন্য কোহলির অসীম যোগদান থাকে। প্রাক্তণ অজি তারকা বলে, ‘কোহলি চায় দলের সমস্ত খেলোয়ারই মাঠে তাঁর মত চাঙ্গা থাকবে। কোনও খেলোয়ার কঠিন সমস্যার সম্মুখীন হলে, তিনি নিজের উদাহরণ দিয়ে তাঁদের চাপমুক্ত করতে চেষ্টা করেন। তারমানে এই নয় যে, তিনি চেঁচিয়ে খারাপ ব্যবহার করেন সদস্যদের সঙ্গে। বরং, আবেগঘনভাবে বুঝিয়ে তাঁর সতীর্থদের সঠিক মেজাজে ফেরান তিনি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়েই আইপিএলে খেলতে নাও পারে আশিষ নেহরা


মাত্র ২৭ বছর বয়সে অনেক রেকর্ড ভাঙাগড়া, অনেক সম্মান, অনেক তকমার অধিকারি হয়েছে বিরাট কোহলি। কিন্তু তবুও যেন তাঁর খিদে বেড়েই চলেছে। মাঠে তাঁর আগ্রাসন চোখে দেখার মত। কেন এই উচ্চাকাঙ্খা? ওয়াটসন বলেন, ‘ও সবসময় জিততে চায়। বিরাট ভীষণভাবে হারকে অপছন্দ করে এবং ও অধিনায়ক হিসেবে নিজেকে সেভাবেই তৈরি করেছে। এরফলে ও সবসময় নিজের পাশাপাশি দলে অন্যদেরও মোনোবল জোগায়। যার ফলে কঠিন অবস্থা থেকেও ও সাফল্য ছিনিয়ে নিয়ে আসে।’ ওয়াটসনের মত একজন দাপুটে অলরাউন্ডারের মুখে এমন কথা শোনা, কোহলির মনোবল আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য। আপাতত রাঁচিতে বর্ডার-গাওস্কার ট্রফির তৃ্তীয় টেস্টে জিতে নতুন মাইলস্টোন ছুঁতে চাইছেন তিনি। তবে ওয়াটসনের মতামত অনুযায়ী অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও বিরাট কোহলি প্রায় একই গোত্রের মানুষ। শত জয় এলেও তাঁদের খিদে মেটেনা। বরং আরও বেড়েই চলে। তাই এই সিরিজের ফল যে কী হতে চলেছে তা এখনই অনুমান করতে চান না ওয়াটসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *