ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত হওয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। এই জয়ের পর অধিনায়ক বিরাট কোহলি ম্যাচ নিয়ে নয় বরং একটি সাক্ষাৎকার নিয়ে শিরোনামে উঠে এসেছেন। আসলে বিরাট কোহলি ম্যাচের পর ইংল্যান্ডের এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে অস্বীকৃত হয়েছেন। এরপর ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিঁটে পড়ে যায় আর তারা নিজেদের রাগ সোশ্যাল মিডিয়ায় বার করতে শুরু করেছেন।
ইংল্যান্ডের জনপ্রিয় রেডিয়ো কমেন্টেটর আর বিসিসির ক্রিকেট সাংবাদিক জোনাথন এগ্নু যখন ন্যাটিংহ্যাম টেস্ট শেষ হওয়ার পর বিরাট কোহলির সঙ্গে ইন্টারভিউর জন্য যোগাযোগ করেন তো টিম ইন্ডিয়ার অধিনায়ক সোজাসুজি তাকে ইন্টারভিউর জন্য মানা করে দেন। বিরাট কোহলির এই মনোভাবে জোনাথন সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির সমালোচনা করেন। অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও এর মধ্যে যোগ দেন।
@imVkohli disrespectful to ignore @Aggerscricket and refuse his request for a quick interview. @bbctms is a well respected broadcaster and has been pivotal in raising the profile of cricket around the world ???
— Stephen Foster (@foster2406) August 22, 2018
It isn’t so much Kohli as the alleged press officer @moulinparikh who fails to appreciate that he has a duty to the game. Great shame https://t.co/Z3q5pAZuWr
— Jonathan Agnew (@Aggerscricket) August 22, 2018
You needed your his friend with you … #Doorstep https://t.co/hd7DGIJKYO
— Michael Vaughan (@MichaelVaughan) August 22, 2018
ইংল্যান্ডের প্রতিক্রিয়া যখন এই বিষয়ে বেশি বেড়ে যায় তখন ভারতীয়রাও চুপ করে থাকেন নি, আর বিরাটের পক্ষ নিয়ে মাঠে নামেন।
Let it go Aggers. It’s just not worth the hassle.
— Jenny (@jennyah46) August 22, 2018
Maulin is a very good media officer who knows his job well. He too has a job to do. Can't be taking Capt along for individual interviews.
— Makarand Waingankar (@wmakarand) August 22, 2018
There are thousand & one. One media conference is fine.
— Makarand Waingankar (@wmakarand) August 22, 2018
Maulin is a very good media officer who knows his job well. He too has a job to do. Can't be taking Capt along for individual interviews.
— Makarand Waingankar (@wmakarand) August 22, 2018
There are Sky Sports & Channel 5 too as host broadcasters. Is it in the contract that you will get to interview the Indian capt after every match ? Weren't the media told that the Head coach will be addressing the media.
— Makarand Waingankar (@wmakarand) August 22, 2018
lol who cares about @bbctms ?
— Prafful Sahu (@prafful1104) August 22, 2018
It's the choice of a cricketer to give a interview or not, @imVkohli doesn't need publicity
— pradip agarwal (@pradipagarwal71) August 22, 2018